ফণ্ট ডাউনলোড

নীড় সংগঠন লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য ও উদ্দেশ্য


আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠার জন্য দেশের মানুষকে আপন সংস্কৃতিতে সুপ্রতিষ্ঠিত করা; দেশীয় বৈশিষ্ট্য ও স্বাধীন সত্তা বিকাশে পারঙ্গম হবার জন্য মানুষকে যথার্থ শিক্ষায় সমৃদ্ধ করে তোলা; শিক্ষার সঙ্গে সংস্কৃতির সম্পৃক্তি নিশ্চিত করে পূর্ণ মানব গড়ে তোলার লক্ষ্যে সংস্কৃতি সমন্বিত শিক্ষার বিকাশ ঘটানো; সংস্কৃতি সাধনা ও চর্চার যথোচিত প্রসার ও বিকাশের মাধ্যমে মানবপ্রীতি ও বিশ্বমানবতার অভিমুখী হবার উদ্দেশ্যে ছায়ানটের সার্বিক কার্যক্রম পরিচালনা করা।


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১৪ আশ্বিন ১৪৩০
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২১ আশ্বিন ১৪৩০
শরতের অনুষ্ঠান ১৪৩০