ফণ্ট ডাউনলোড

নীড় সঙ্গীতবিদ্যায়তন ভর্তি প্রক্রিয়া

ভর্তি প্রক্রিয়া


  • শিক্ষাবর্ষের শুরু বৈশাখ
  • ভর্তি ফরম পাওয়া যায় জাতীয় ছুটি এবং বুধবার ব্যতীত প্রতি পৌষের প্রথম সপ্তাহ (মধ্য ডিসেম্বর) থেকে
  • শিক্ষার্থী নির্বাচন করা হয় ভর্তি পরীক্ষার মাধ্যমে
  • ভর্তি পরীক্ষায় পিছিয়ে পড়া আগ্রহীদের সুযোগ দেয়া হয় সঙ্গীত-পরিচয় কার্যক্রমে

 

বয়সসীমা

  • শিশুদের জন্য গান এবং যন্ত্রসঙ্গীত ও শুদ্ধসঙ্গীতে – অন্তত ১০ (দশ) বছর
  • বড়দের জন্য লোকসঙ্গীত,নজরুলগীতি ও রবীন্দ্রসঙ্গীতে – অন্তত ১৪ (চৌদ্দ) বছর
  • নৃত্যকলা – অন্তত ৭ (সাত) বছর

 

ন্যূনতম যোগ্যতা

  • সুরের মৌলিক ধারণা ও ছন্দবোধ
  • শোনা সুর চট করে গলায় তুলে নিতে পারার দক্ষতা
  • আচরণ ও রুচিতে বাঙালিয়ানার ছাপ
  • সঙ্গীতবিদ্যায়তনের রীতি-নীতি মেনে চলার মানসিকতা

 

নির্বাচিতদের কর্তব্য

  • আবেদনপত্রের শিক্ষার্থীর অংশ দেখিয়ে ভর্তি সংক্রান্ত টাকা জমা দেয়ার রশিদ সংগ্রহ
  • ভর্তির জন্য নির্ধারিত পরিমাণ অর্থ যমুনা বা পূবালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় জমা দেয়া
  • নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক রশিদের বিদ্যায়তন অংশ সঙ্গীতবিদ্যায়তন কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধন

(সময়মতো অর্থ পরিশোধের পরেও নির্ধারিত সময়ের পর নিবন্ধন করা হয় না)


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..