সাংগঠনিক কাঠামো
ছায়ানটের সমুদয় স্থাবর সম্পত্তির স্বত্বাধিকারী ছায়ানট ট্রাস্ট। ছায়ানটের কর্মকাণ্ড পরিচালনা করে তিনটি সংসদ:
- সাধারণ সংসদ
- কার্যকরী সংসদ
- উপ-সংসদ
১. সাধারণ সংসদ: সাধারণ সংসদ ছায়ানটের সাধারণ সভ্যদের সমবায়ে গঠিত। সাধারণ সংসদ ছায়ানটের সর্বপ্রধান সংসদরূপে কাজ করে। বছরে একবার সাধারণ সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। সাধারণ সংসদ তিন বছরের জন্য একটি কার্যকরী সংসদ গঠন করে যা সংগঠনের কার্যাবলী পরিচালনা করে।
২. কার্যকরী সংসদ: কার্যকরী সংসদ ছায়ানটের উদ্দেশ্য ও লক্ষ্য দ্বারা পরিচালিত এবং তা বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট। কার্যকরী সংসদ তার কর্মকাণ্ডের জন্য সাধারণ সংসদের কাছে দায়বদ্ধ। কার্যকরী সংসদের সদস্য সংখ্যা ১৫। তবে কার্যকরী সংসদ ছায়ানটের সাধারণ সংসদ থেকে সর্ব্বাধিক দুজন সভ্যকে সহযোজন করতে পারবে।
৩. উপ-সংসদ: ছায়ানটের কার্য পরিচালনার সুবিধার্থে প্রয়োজনবোধে কার্যকরী সংসদ যে কোনও সময়ে যে কোনও বিশেষ দায়িত্ব পালনের জন্য উপ-সংসদ গঠন করতে পারবে। প্রতিটি উপ-সংসদ তার কাজের জন্য কার্যকরী সংসদের কাছে দায়বদ্ধ।
ছায়ানটের উপ-সংসদসমূহ:
- সার্বিক ব্যবস্থাপনা উপ-সংসদ
- অর্থ ও তহবিল ব্যবস্থাপনা উপ-সংসদ
- নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ উপ-সংসদ
- ভবন ব্যব্স্থাপনা উপ-সংসদ
- শৃঙ্খলা উপ-সংসদ
- সঙ্গীতবিদ্যায়তন উপ-সংসদ
- অনুষ্ঠান উপ-সংসদ
- সংস্কৃতি-সম্ভার ও মুদ্রণ-প্রকাশনা উপ-সংসদ
- শিকড় উপ-সংসদ
- ভাষা-সংস্কৃতির আলাপ উপ-সংসদ
- ওয়াহিদুল হক সঙ্গীতপ্রব্রজ্যা উপ-সংসদ