ফণ্ট ডাউনলোড

নীড় শিকড়

শিকড়


Shikor

দেশের সূচি-পদ্ধতি স্কুলশিক্ষার সীমাবদ্ধতা এবং প্রচলিত গণ্ডিবদ্ধ শিক্ষাব্যবস্থার ঘাটতি পূরণ করার মানস নিয়ে ১৪১৫ বঙ্গাব্দে শুরু হয়েছে এই শিশু-কিশোর কার্যক্রম। একই সঙ্গে আমাদের লক্ষ্য -শিশুর সামনে তার মন ও মননের প্রয়োজনীয় রসদ উপস্থিত করা। আমাদের সমাজে দুর্নীতি, সন্ত্রাস এবং রাজনৈতিক ব্যর্থতায় সৃষ্ট নানাবিধ অনাচারের বাস্তবতাও উপস্থিত। অবক্ষয় ও বিপর্যস্ত আবহের মধ্যেই দেশের শিশুদের সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি। শিশু-কিশোরদের সামূহিক বিকাশে শিকড় এক বিকল্প শিক্ষাকর্ষণার উদ্যোগ। শিশুদের মনে প্রকৃতি ও মানবপ্রেমের আনন্দযোগসাধন, বাংলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে অন্তরঙ্গ সম্মিলনে সহায়তা এবং গতানুগতিক শ্রেণিশিক্ষার মুখস্থবিদ্যা আর পরীক্ষা ও প্রতিযোগিতানির্ভর শিক্ষাপদ্ধতির ধারাকে পাশ কাটিয়ে আঁকা-গড়া, গল্প-কবিতা-অভিনয় ও নৃত্য-গীত-খেলার সমন্বয়ে আবর্তিত এর পাঠ ও অনুশীলন। প্রত্যাশা -দেশপ্রেম, দেশাত্মবোধ কিংবা দেশমাতৃকার সকল সৌন্দর্য ও মাহাত্ম্য হৃদয়ে ধারণ করে শিশুরা যেন হয়ে উঠতে পারে কৃতী বিশ্বমানব।


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১৪ আশ্বিন ১৪৩০
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২১ আশ্বিন ১৪৩০
শরতের অনুষ্ঠান ১৪৩০