ফণ্ট ডাউনলোড

নীড় সংস্কৃতি-সম্ভার

সংস্কৃতি সম্ভার


সঙ্গীত ও পরিবেশনগত শিল্পের স্থান ও কালের তাৎক্ষণিকতা অতিক্রম  করে এর স্থায়ী সংরক্ষণের জন্য উপযুক্ত কারিগরি ব্যবস্থা গ্রহণ করছে এই সংরক্ষণকেন্দ্র। প্রতিষ্ঠা করা হয়েছে সঙ্গীত ও পরিবেশন  শিল্প সংক্রান্ত যাবতীয় দলিলপত্র ও প্রকাশনা সংরক্ষণের জন্য আর্কাইভ এবং সংস্কৃতি অধ্যয়নের জন্য গ্রন্থাগার। সংরক্ষিত সঙ্গীত ও পরিবেশনগত শিল্প জনসমাজে তুলে ধরা এবং এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য উপযুক্ত সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করবে সংস্কৃতি-সম্ভার। এই উদ্যোগের লক্ষ্য, বাংলাদেশের সঙ্গীত ও সুকুমার শিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের ভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি দেশজ, আঞ্চলিক ও বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগ গড়ে তোলা।

শামসুর রাহমান স্মৃতি পাঠাগারের পাশাপাশি সংস্কৃতি-সম্ভারে আছে শব্দধারণকেন্দ্র (রেকর্ডিং স্টুডিও), দৃশ্য-শ্রাব্য সংগ্রহশালা (অডিও-ভিডিও আর্কাইভস), শ্রবণ-দর্শন কক্ষ ও বক্তৃতা-কক্ষ। সদস্যদের জন্য সংরক্ষিত গান শোনা ও দৃশ্য (ভিডিও) দেখার ব্যবস্থা আছে শ্রবণ-দর্শন কক্ষে। মাল্টিমিডিয়ার সহায়তায় শ্রবণ-দর্শন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বক্তৃতা কক্ষ। শুরু হয়েছে বিভিন্ন গুণী শিল্পীর গান, বাদন, পাঠ, বক্তব্য, বিশ্লেষণ ইত্যাদি রেকর্ড করার কাজ।


আয়োজন সবগুলো..

১৪ আশ্বিন ১৪৩০
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২১ আশ্বিন ১৪৩০
শরতের অনুষ্ঠান ১৪৩০