ফণ্ট ডাউনলোড

নীড় অন্যান্য কার্যক্রম সুরের জাদু-রঙের জাদু

সুরের জাদু-রঙের জাদু


সঙ্গীতশিক্ষার পাশাপাশি ১৪১৪ বঙ্গাব্দ থেকে সঙ্গীতবিদ্যায়তনের কার্যক্রমে যুক্ত হয়েছে অটিস্টিক শিশুদের স্বাভাবিক বিকাশে সহায়ক কার্যক্রম সুরের জাদু-রঙের জাদু। সপ্তাহের একটি দিন গান গেয়ে-ছবি এঁকে অটিস্টিক শিশুকিশোরেরা আনন্দ লাভ করে, স্বাভাবিক জীবনের স্বাদ পায়। ছায়ানটের প্রত্যাশা, এই বিশেষ শিশুরা মনের আনন্দে কিছু করার সুযোগ পেয়ে জীবনকে সুসহ-সহজ-স্বাভাবিকভাবে গ্রহণ করার পথ খুঁজে পাবে। এদের জীবনে প্রয়োজনীয় আনন্দযোগ হয়ে ওঠে ছায়ানটের কিছু অনুষ্ঠানে অংশ নেবার সুযোগ।


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১৪ আশ্বিন ১৪৩০
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২১ আশ্বিন ১৪৩০
শরতের অনুষ্ঠান ১৪৩০