২৫ এপ্রিল পর্যন্ত কার্যালয় বন্ধ |
প্রকাশকাল: ২৮ চৈত্র ১৪২৬ |
কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে ছায়ানট কার্যালয় এবং ছায়ানট পরিচালিত সকল কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়লো ১২ বৈশাখ ১৪২৭, ২৫ এপ্রিল ২০২০, শনিবার পর্যন্ত।
নিম্নলিখিত কার্যক্রম ও বিষয়ের পূর্বঘোষিত তারিখ বাতিল করা হলো, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তারিখ ঘোষণা করা হবে:
- সঙ্গীতবিদ্যায়তনের ১৪২৬ শিক্ষাবর্ষের অসমাপ্ত বার্ষিক পরীক্ষা ও ফল প্রকাশ
- সঙ্গীতবিদ্যায়তন ও শিকড়ের ১৪২৭ শিক্ষাবর্ষের নতুন ও পুনর্ভর্তি নিবন্ধন
- সঙ্গীতবিদ্যায়তন ও শিকড়ের ১৪২৭ শিক্ষাবর্ষের পরিচিতিমূলক সভা ও নবীনবরণ
জরুরি যোগাযোগের জন্য নম্বর
সকাল ১১টা – দুপুর ১টা এবং বিকাল ৩টা – সন্ধ্যা ৭টা
(বুধবার ও জাতীয় ছুটির দিন ছাড়া)
• ০১৭৩০-৪৮২৪৬২
• ০১৭৩০-৪৮২৪৬৩