১৪২৭ শিক্ষাবর্ষে নতুন ভর্তির জন্য করণীয়, সঙ্গীত-পরিচয় ১৯শ আবর্তন |
প্রকাশকাল: ১৪ জ্যৈষ্ঠ ১৪২৭ |
[সকল হালনাগাদ তথ্যের জন্য ছায়ানটের ওয়েবসাইট ও ফেইসবুক গ্রুপে নিয়মিত চোখ রাখুন]
-
বিকাশ/ শিওরক্যাশ অথবা পূবালী ব্যাংক/ যমুনা ব্যাংক/ ব্যাংক এশিয়ার মাধ্যমে নিম্নলিখিত উপায়ে ঠিকভাবে ভর্তির জন্য প্রদেয় অর্থ জমা দেওয়া
-
প্রযোজ্য ক্ষেত্রে সঙ্গীতবিদ্যায়তন কার্যালয়ের ই-মেইল/ হোয়াটসঅ্যাপে ব্যাংক রশিদের ছবি প্রেরণ
-
ভর্তির জন্য এককালীন পরিশোধ: ৳ ৫,৭০০
-
(বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধের ক্ষেত্রে বিকাশ-নির্ধারিত চার্জসহ প্রদেয় ৳ ৫,৭৮৭)
[ব্যাখ্যা: ভর্তি ও বার্ষিক ফি ৳ ৫,৬০০; কল্যাণ তহবিল ৳ ১০০ (শিল্পী: ৫০, শিক্ষার্থী: ৩০, ত্রাণ: ২০)]
ভর্তির অর্থ প্রদান প্রক্রিয়া:
১. ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ:
ক) ব্যাংক এশিয়া
-
ব্যাংক এশিয়ার রশিদের ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। ওয়েবসাইট থেকে রশিদ নামিয়ে A4 কাগজে প্রিন্ট করে ব্যাংকের যে কোনো শাখায় অর্থ পরিশোধের জন্য ব্যবহার করা যাবে। বর্তমান পরিস্থিতিতে প্রিন্ট করা সম্ভব না হলে ব্যাংক এশিয়ার নিজস্ব জমার রশিদেও স্পষ্টভাবে ছায়ানটের নাম ও হিসাব নম্বর (০৬২৩৬০০০১৩৭) লিখে অর্থ পরিশোধ করা যাবে। এক্ষেত্রে রশিদে নির্ভুলভাবে শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র নম্বর (উদাহরণ: PCB27-XX) লিখে ব্যাংক কর্তৃপক্ষকে স্টেইটমেন্টে তা অন্তর্ভুক্ত করবার জন্য অবশ্যই বলতে হবে
ব্যাংক এশিয়ার রশিদ:
http://result.chhayanaut.org/assets/site/uploads/files/14fb3-bank-asia_sample-slip_2020-final.pdf -
ব্যাংক এশিয়া বা অন্য যেকোনো ব্যাংক থেকে অনলাইন ট্রান্সফার বা ইএফটিএন / এনপিএসবি-র মাধ্যমে ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করা যাবে [হিসাবের নাম: ছায়ানট (CHHAYANAUT), হিসাব নম্বর: ০৬২৩৬০০০১৩৭, শাখা: লালমাটিয়া, ঢাকা]। এক্ষেত্রে প্রদানের বর্ণনায় অবশ্যই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র নম্বর নির্ভুলভাবে লিখতে হবে
-
ব্যাংক এশিয়ায় অর্থ পরিশোধ করলে তা কার্যালয়ে জমা দেওয়ার/ পাঠানোর প্রয়োজন নেই, তবে জমার রশিদে শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র নম্বর নির্ভুলভাবে লেখা নিশ্চিত করতে হবে
খ) পূবালী/ যমুনা ব্যাংক
-
পূবালী/ যমুনা ব্যাংকের রশিদ ভবন থেকে নিতে হয়, ব্যাংকে পাওয়া যায় না। কারও আগে থেকে রশিদ নেওয়া থাকলে তা ব্যবহার করা যাবে
-
পূবালী/ যমুনা ব্যাংকে অর্থ পরিশোধ করলে সুস্পষ্টভাবে ব্যাংক রশিদের ছবি তুলে/ স্ক্যান করে সঙ্গীতবিদ্যায়তনের ই-মেইল ([email protected]) বা হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭৩০৪৮২৪৬৩) পাঠাতে হবে। রশিদে ব্যাংকের সিল ও সংশ্লিষ্ট ব্যাংক-কর্মকর্তার স্বাক্ষর থাকা অপরিহার্য। বিড়ম্বনা এড়াতে শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার আবেদনপত্রের একটি ছবিও ই-মেইল/ হোয়াটসঅ্যাপ বার্তায় পাঠানো যেতে পারে
২. মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ পরিশোধ:
ক) বিকাশ:
-
বিকাশের মাধ্যমে অর্থ প্রদানের ক্ষেত্রে বিকাশ-নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে, ভর্তির জন্য নির্ধারিত প্রদেয় অর্থের সঙ্গে বিকাশ-নির্ধারিত চার্জ যোগ করে অর্থ পরিশোধ করতে হবে
-
নিজের অ্যাকাউন্ট থাকলে বিকাশ অ্যাপস ডাউনলোড করে সহজে পেমেন্ট করা যাবে
-
বিকাশের মাধ্যমে ভর্তির অর্থ প্রদান প্রক্রিয়া:
http://result.chhayanaut.org/assets/site/uploads/files/dff2d-bkash-payment-process_bangla_new-admission.pdf -
বিকাশের মাধ্যমে অর্থ প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র নম্বর হাইফেন (-) ছাড়া (উদাহরণ: PCB27XX) লিখতে হবে
খ) শিওরক্যাশ:
-
শিওরক্যাশের মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অর্থ প্রদানের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে (automatically) শিওরক্যাশ-নির্ধারিত চার্জ (১%) কর্তন হবে
-
শিওরক্যাশ এজেন্টের মাধ্যমে অর্থ পরিশোধের ক্ষেত্রে এজেন্ট চার্জ ৩০ টাকা
-
নিজের অ্যাকাউন্ট থাকলে শিওরক্যাশ অ্যাপস ডাউনলোড করে সহজে পেমেন্ট করা যাবে
-
শিওরক্যাশের মাধ্যমে ভর্তির অর্থ প্রদান প্রক্রিয়া:
http://result.chhayanaut.org/assets/site/uploads/files/98bd3-surecash-instruction-readmission.pdf
ক্লাস শুরুর তারিখ পরে ছায়ানট ওয়েবসাইট ও ফেইসবুক গ্রুপে জানানো হবে
যেকোনো জিজ্ঞাসা, পরামর্শ ও অভিযোগের জন্য ইমেইল করুন [email protected] ঠিকানায়;
ই-মেইলে শিক্ষার্থীর নাম ও ভর্তি পরীক্ষার আবেদনপত্র নম্বরের উল্লেখ থাকা জরুরি