নৃত্য-প্রবেশ ও শুদ্ধসঙ্গীত কার্যক্রমের পুনর্ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি |
প্রকাশকাল: ১৭ আষাঢ় ১৪২৭ |
নৃত্য-প্রবেশ ও শুদ্ধসঙ্গীত কার্যক্রমের সকল বিভাগের শিক্ষার্থীদের পুনর্ভর্তি নিবন্ধন আগামীকাল ১৮ আষাঢ় ১৪২৭, ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে
পুনর্ভর্তি নিবন্ধনের শেষ সময়: ১ শ্রাবণ ১৪২৭, ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার (পরিস্থিতির উপর নির্ভরশীল)
পুনর্ভর্তির জন্য করণীয়:
- শুদ্ধসঙ্গীত ও নৃত্য-প্রবেশের যে সকল শিক্ষার্থী উপস্থিতির বিচারে ১৪২৬ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কিন্তু কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে সঙ্গীতবিদ্যায়তনের সকল কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় পরীক্ষা দিতে পারেননি, তাঁদের সকলের নিবন্ধন প্রাথমিকভাবে বিশেষ বিবেচনায় পরের শ্রেণিতে করা হবে
- সঙ্গীতবিদ্যায়তনের কার্যক্রম শুরু হলে অসমাপ্ত পরীক্ষাসমূহের আয়োজন করা হবে এবং কেউ অকৃতকার্য হলে তাঁর নিবন্ধন পূর্বের শ্রেণিতে স্থানান্তর করা হবে
- কোনো শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশ না নিলে তাঁর নিবন্ধনও পূর্বের শ্রেণিতে স্থানান্তর করা হবে
-
যাঁরা ১৪২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেননি তাঁরা যথারীতি পূর্বের শিক্ষাবর্ষের বকেয়া (যদি থাকে) এবং নতুন শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত প্রদেয় পরিশোধ করে একই শ্রেণিতে পুনর্ভর্তি নিবন্ধন করতে পারবেন
[আগের বছরের বকেয়া জানতে শিক্ষার্থীর নাম ও পরিচিতি নম্বর উল্লেখ করে সঙ্গীতবিদ্যায়তন কার্যালয়ের ই-মেইল ([email protected]) বা হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭৩০৪৮২৪৬৩) বার্তা পাঠালে কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে] - শুদ্ধসঙ্গীত কার্যক্রমের বিভিন্ন বিভাগের যে সকল শিক্ষার্থীর ফল আগেই অনলাইনে প্রকাশিত হয়েছে তাঁদের নিবন্ধনও একই প্রক্রিয়ায় চলমান থাকবে
- শুদ্ধসঙ্গীত ও নৃত্য-প্রবেশের যে সকল শিক্ষার্থী উপস্থিতির বিচারে ১৪২৬ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কিন্তু কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে সঙ্গীতবিদ্যায়তনের সকল কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় পরীক্ষা দিতে পারেননি, তাঁদের সকলের নিবন্ধন প্রাথমিকভাবে বিশেষ বিবেচনায় পরের শ্রেণিতে করা হবে