ফণ্ট ডাউনলোড

নীড় বিজ্ঞপ্তি

ভাষা-সংস্কৃতির আলাপ: সপ্তম আবর্তনে ভর্তি

প্রকাশকাল: ১৩ অগ্রহায়ণ ১৪২৭

'ভাষা-সংস্কৃতির আলাপ' সপ্তম আবর্তনে ভর্তি

 

বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানট পরিচালিত কার্যক্রম ‘ভাষা-সংস্কৃতির আলাপ’। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার জন্য সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচি। এক বছর মেয়াদী কার্যক্রমের সপ্তম আবর্তন শুরু হচ্ছে পৌষ ১৪২৭ থেকে।

আলাপের বিভিন্ন দিনের সূত্রধর হিসেবে থাকবেন মুস্তাফা মনোয়ার, সৈয়দ মনজুরুল ইসলাম, ফকরুল আলম, গালিব আহসান খান, ম. হামিদ, মোহাম্মদ আজম, রওশন জামিল চৌধুরী, ড. ফওজিয়া মান্নান, মৃত্তিকা সহিতা প্রমুখ গুণীজন। বৈঠক বসবে ১৪ দিন অন্তর শুক্রবার বিকেল ৪টা ৩০মিনিটে।

বি.দ্র. কোভিড-১৯ পরিস্থিতির জন্য আবর্তন দেরিতে শুরু হওয়ায় কিছু বৈঠক সমন্বয়ের জন্য এক সপ্তাহ পর পর হতে পারে।

 

সপ্তম আবর্তনে ভর্তির আবেদনপত্র দেয়া শুরু হচ্ছে:

 

  • আবেদনপত্রের মূল্য: ৳ ৩০০.০০ (তিন শত টাকা) [বিকাশে পরিশোধ করলে ৩০৫ টাকা]
  • ভর্তিবাবদ এককালীন প্রদেয়: ৳ ১,৫০০ (এক হাজার পাঁচশ টাকা) [বিকাশে পরিশোধ করলে ১,৫২৩ টাকা]
  • বৈঠক শুরু:     ০৩ পৌষ ১৪২৭, ১৮ ডিসেম্বর ২০২০ (অনলাইন, জুম)
  • যোগাযোগ:     মুঠোফোন-০১৭৩০৪৮২৪৬২   ০১৭৩০৪৮২৪৬     ইমেইল- [email protected]

 

আবেদন ও ভর্তি প্রক্রিয়া

  • বিকাশ / ব্যাংক এশিয়ায় আবেদনপত্রের মূল্য পরিশোধ
  • আবেদনপত্র সংগ্রহের জন্য বিকাশের ট্রানস্যাকশন নম্বর লিখে অথবা ব্যাংক রশিদের ছবি তুলে [email protected] ঠিকানায় ইমেইল পাঠনো; ইমেইলের বিষয় লিখতে হবে “ভাষা-সংস্কৃতির আলাপ কার্যক্রমে ভর্তির আবেদন”
  • ছায়ানট থেকে ইমেইলে পাঠানো আবেদনপত্র পূরণ করে পুনরায় ইমেইল
  • ভর্তির জন্য এককালীন প্রদেয় অর্থ বিকাশের মাধ্যমে (১,৫২৩ টাকা) অথবা ব্যাংক এশিয়ায় (১,৫০০ টাকা) পরিশোধ; বিকাশে রেফারেন্স হিসেবে অথবা ব্যাংক এশিয়ার স্লিপে ভর্তির আবেদনপত্র নম্বর উল্লেখ করতে হবে

 

বিকাশের মাধ্যমে আবেদনপত্র ও ভর্তির অর্থ পরিশোধ প্রক্রিয়া

 

ব্যাংক এশিয়া

হিসাবের নাম: ছায়ানট

হিসাব নম্বর: ০৬২৩৬০০০১৩৭

 

বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করার প্রক্রিয়া

•          আপনার বিকাশ অ্যাপ-এ লগইন করুন

•          হোমস্ক্রিন থেকে “Make Payment” নির্বাচন করুন

•          নির্ধারিত ঘরে ছায়ানট-এর মার্চেন্ট নম্বর (01701627592) লিখে পরের ধাপে যান

•          প্রদেয় টাকার পরিমাণ লিখুন, পরের ধাপে যাবার পূর্বে টাকার পরিমাণ যাচাই করুন

•         পেমেন্ট রেফারেন্স নম্বরের ঘরে ফরমে র জন্য BSA Form লিখুন ও ভর্তি ফি জমা দেওয়ার জন্য নতুন শিক্ষার্থীরা                  আবেদনপত্রের নম্বর লিখুন, পুরাতন শিক্ষার্থীরা পূর্বের পরিচিতি নম্বর লিখুন

•          সকল তথ্য আরেকবার যাচাই করে পেমেন্ট সম্পন্ন করার জন্য “Tap and Hold to Make  Payment” চেপে ধরুন

•          পেমেন্ট সম্পন্ন হলে পেমেন্টের যাবতীয় তথ্য দেখতে পাবেন

•          পরবর্তী সময়ে পেমেন্টের জন্য আপনি সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে রাখতে পারেন

 

*২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্ট করার প্রক্রিয়া

•          *২৪৭# ডায়াল করুন

•          পেমেন্ট করতে 3 বেছে নিন

•          ছায়ানট-এর মার্চেন্ট নম্বর (01701627592) লিখুন

•          প্রদেয় টাকার পরিমাণ লিখুন

•          পেমেন্ট রেফারেন্স নম্বরের ঘরে ফরমে র জন্য BSA Form লিখুন ও ভর্তি ফি জমা দেওয়ার জন্য নতুন শিক্ষার্থীরা                  আবেদনপত্রের নম্বর লিখুন, পুরাতন শিক্ষার্থীরা পূর্বের পরিচিতি নম্বর লিখুন

•          পেমেন্ট সম্পন্ন করতে কাউন্টার নম্বর 1 লিখুন

•          পেমেন্টের তথ্য যাচাই করে আপনার বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন

•          পেমেন্ট সম্পন্ন হলে আপনার কাছে বিকাশ থেকে একটি নিশ্চিতকরণ এসএমএস আসবে

•          পেমেন্টের এসএমএস সংগ্রহ করে রাখুন

 

 

 

বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১৪ আশ্বিন ১৪৩০
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২১ আশ্বিন ১৪৩০
শরতের অনুষ্ঠান ১৪৩০