ফণ্ট ডাউনলোড

নীড় বিজ্ঞপ্তি

সঙ্গীত-পরিচয় ১৮শ আবর্তনে ভর্তি

প্রকাশকাল: ২৯ মাঘ ১৪২৫

প্রকাশকাল: ২৯ মাঘ ১৪২৫, ১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার

 

ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের এক বছর মেয়াদী সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম সঙ্গীত-পরিচয় অষ্টাদশ আবর্তনে ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে।

  • পাওয়া যাবে: ৫ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার থেকে
  • সময়: বুধবার ও জাতীয় ছুটি ছাড়া যেকোনো দিন বেলা ৩টা থেকে ৭টা
  • আবেদনপত্রের মূল্য: ৳ ৪০০.০০ (চার শত টাকা)
  • আবেদনকারীর বয়স: ন্যূনতম ৭ বছর (৩০ জুন ২০১৯ তারিখের মধ্যে), কোনো ঊর্ধ্বসীমা নেই

বিশেষ লক্ষণীয়:

  • আবেদনপত্র সীমিত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে, নির্দিষ্ট শেষ দিন নেই। যে কোনো দিন ফুরিয়ে যেতে পারে
  • আবেদনপত্র সংগ্রহের পর আবেদনপত্রে উল্লেখিত নির্ধারিত দিন-ক্ষণে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের সময় দুইটি পাসপোর্ট আকারের ছবি এবং ছোটদের জন্য জন্ম-নিবন্ধন সনদ ও প্রাপ্তবয়স্কদের জন্য জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অবশ্যই জমা দিতে হবে
  • ভর্তির জন্য বিবেচিত আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-নিবন্ধন সম্পন্ন করতে হবে

কার্যক্রম পরিচিতি:

  • এক বছর মেয়াদী প্রাথমিক সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম
  • ক্লাসের দিন: প্রতি রবিবার বিকেল ৫:৩০ থেকে ৭:১০
  • বয়সভেদে তিনটি পৃথক দলে শিক্ষণ
  • পাঠের বিষয়: লোকসঙ্গীত, নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, দেশের গান, তিন কবির গান ও সরগম; ছোটদের জন্য ছড়া গান
  • সঙ্গীতবিদ্যায়তনের নির্ধারিত নিয়মে শিক্ষণ শেষে পাঠগ্রহণের স্বীকৃতিপত্র
  • ভর্তির জন্য পরিশোধযোগ্য অর্থ: এককালীন ৳ ৫,৪০০.০০ (পাঁচ হাজার চার শত টাকা)
  • কার্যক্রম শুরু: বৈশাখ ১৪২৬

বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১৪ আশ্বিন ১৪৩০
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২১ আশ্বিন ১৪৩০
শরতের অনুষ্ঠান ১৪৩০