নিয়োগ বিজ্ঞপ্তি_নিরাপত্তা কর্মী |
প্রকাশকাল: ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ |
ছায়ানট/প্র/নি/১৪২৮-১
তারিখ: ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮
পদের নাম: নিরাপত্তা কর্মী
আবেদনকারীর যোগ্যতা–
• বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্রধারী
• পরিশ্রমী, শারীরিকভাবে সুস্থ ও সক্ষম
• বাঁধাধরা সময়ের বাইরে কাজ করবার মানসিকতাসম্পন্ন
• রাত্রিকালীন দায়িত্বপালনে সম্মত
• নিম্ন মাধ্যমিক উত্তীর্ণ
• নিরাপত্তা কাজে পূর্ব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে
আবেদনকারীর করণীয়:
• আবেদনকারীকে ৮ আষাঢ় ১৪২৮, ২২ জুন ২০২১, মঙ্গলবারের মধ্যে “জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা, ছায়ানট” বরাবর আবেদনপত্র ও ছবিসহ জীবনবৃত্তান্ত ছায়ানট সংস্কৃতি-ভবনের প্রবেশ-দ্বারে সংরক্ষিত বাক্সে অথবা [email protected] ইমেইলে জমা দিতে হবে
• আবেদনপত্রের খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে
• আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের অনুলিপি এবং পূর্ব অভিজ্ঞতা থাকলে তা প্রমাণের নথিপত্র জমা দিতে হবে
বিশেষ জ্ঞাতব্য:
• পারিশ্রমিক মাসিক ১১,০০০/- (এগার হাজার টাকা মাত্র)
• আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কার্যালয় থেকে জানানো হবে