ভাষা-সংস্কৃতির আলাপ: নবম আবর্তনে ভর্তি |
প্রকাশকাল: ২ জ্যৈষ্ঠ ১৪২৯ |
ছায়ানটে ‘ভাষা-সংস্কৃতির আলাপ’
বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানট পরিচালিত কার্যক্রম ‘ভাষা-সংস্কৃতির আলাপ’। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার জন্য এই কার্যক্রম সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচি। একবছর মেয়াদী কার্যক্রমের নবম আবর্তন শুরু হচ্ছে আষাঢ় থেকে। আলাপের বিভিন্ন দিনের সূত্রধর হিসেবে থাকবেন মুস্তাফা মনোয়ার, সৈয়দ মনজুরুল ইসলাম, ফকরুল আলম, তানভীর মোকাম্মেল, ম. হামিদ, মোহাম্মদ আজম, ড. ফওজিয়া মান্নান, মৃত্তিকা সহিতা প্রমুখ গুণীজন। বৈঠক বসবে ১৪ দিন অন্তর শনিবার সকাল ১০টা ৩০মিনিটে।
আবেদনপত্র বিতরণ: ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ (১৭ মে ২০২২) থেকে
(বুধবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা)
বৈঠক শুরু: আষাঢ় ১৪২৯ (জুন ২০২২) থেকে
আবেদনপত্রের মূল্য: ৳ ৪০০.০০ (চারশত টাকা)
একবছরের জন্য এককালীন ভর্তি বাবদ প্রদেয় ৳১৫০০.০০ (এক হাজার পাঁচশত টাকা মাত্র)।
স্থান: ছায়ানট সংস্কৃতি-ভবন, বাড়ি-৭২, সড়ক-১৫এ, ধানমণ্ডি
মুঠোফোন: ০১৭৩০৪৮২৪৬২