“নিবিড় শিক্ষণ, রবীন্দ্রসঙ্গীত" কার্যক্রমে ভর্তি |
প্রকাশকাল: ২১ শ্রাবণ ১৪২৯ |
হালনাগাদ: ১৪ ভাদ্র ১৪২৯, ২৯ অগাস্ট ২০২২, সোমবার
[সকল হালনাগাদ তথ্যের জন্য ছায়ানটের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে নিয়মিত চোখ রাখুন]
সুশিক্ষকের একান্ত পরিচর্যায় সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম "নিবিড় শিক্ষণ"-এর পঞ্চম আবর্তনের রবীন্দ্রসঙ্গীত বিষয়ের আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে আগামী ২৭ শ্রাবণ ১৪২৯, ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার থেকে। শিক্ষার্থীদের গানের ভাবার্থবোধ থেকে শুরু করে গায়ন-শৈলী নিয়ে কাজ করবেন লাইসা আহমদ লিসা। শিক্ষার্থী নির্বাচনও করবেন তিনি।
১ বছর মেয়াদী এই কার্যক্রমের ক্লাস প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা। নির্বাচনী কণ্ঠ পরীক্ষায় অংশ নিতে পারবেন ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী আগ্রহীজন এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের পাঠ সম্পন্ন করা শিক্ষার্থীরা।
আবেদন সংক্রান্ত তথ্য:
- ১১ অগাস্ট ২০২২ থেকে ছায়ানট সংস্কৃতি-ভবনে আবেদনপত্র পাওয়া যাবে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত [বুধবার ও জাতীয় ছুটির দিন ছাড়া]
- আবেদনপত্রের মূ্ল্য ৳ ৪০০ (চারশ টাকা)
- আবেদনকারীকে তাঁর নির্বাচিত পাঠগ্রহণের বিষয়ের উপর ছায়ানট নির্ধারিত ধরণভিত্তিক অন্তত ২৫টি জানা গানের তালিকা জমা দিতে হবে
- আবেদনপত্র সংগ্রহের সময় নির্বাচনী কণ্ঠ পরীক্ষার তারিখ জানানো হবে
আরও তথ্য:
- প্রাথমিক যোগ্যতা: ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে ন্যূনতম বয়স ১৮ বছর, সুগায়ক এবং পোশাক-আশাক ও আচার-আচরণে বাঙালির স্বাভাবিক শালীনতাসম্পন্ন মানুষ
- আবেদনকারীর জমা দেওয়া ২৫টি গানের তালিকায় রবীন্দ্রনাথের অন্তত ২টি করে স্বকীয় বৈশিষ্ট্য, রাগাশ্রয়ী, লোকসুর ও নাটকের গান/ গীতিনাট্য/ নৃত্যনাট্যের গান অন্তর্ভুক্ত করতে হবে
- নির্বাচিত হলে ভর্তি হতে কার্যক্রমের জন্য নির্ধারিত ৳৬,৬০০ (ছয় হাজার ছয়শ টাকা) নির্ধারিত ব্যাংকে এককালীন পরিশোধযোগ্য
- বছরে নির্ধারিত শিক্ষকের সঞ্চালনায় অন্তত ৩০টি ক্লাস
- শিক্ষার্থীদের পোশাক ছেলেদের সুতির পাঞ্জাবি ও পাজামা বা প্যাণ্ট এবং মেয়েদের সুতির শাড়ি ও হাতাওয়ালা ব্লাউস। পোশাকের রং নির্বাচন ও ছাঁটে বাঙালি রুচি ও সাদামাঠা মননের প্রতিফলন থাকা বাঞ্ছণীয়। শীতকালে সবাই চাদর বা সোয়েটার ব্যবহার করতে পারবে
- নির্ধারিত পোশাকে প্রকাশ্যভাবে পরিচয়পত্র ধারণ করে ছায়ানট সংস্কৃতি-ভবনে প্রবেশ ও অবস্থান করতে হবে
- ক্লাসে যাওয়ার আগে অভ্যর্থনাকেন্দ্রের বার কোড রিডারে পরিচয়পত্র স্ক্যান করিয়ে দিনের হাজিরা নিশ্চিত করতে হবে