ভাষা-সংস্কৃতির আলাপ পঞ্চম আবর্তনে ভর্তি |
প্রকাশকাল: ১৫ বৈশাখ ১৪২৫ |
বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানট পরিচালিত কার্যক্রম ‘ভাষা-সংস্কৃতির আলাপ’। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার জন্য সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচি। এক বছর মেয়াদী কার্যক্রমের পঞ্চম আবর্তন শুরু হচ্ছে আষাঢ় থেকে। আলাপের বিভিন্ন দিনের সূত্রধর হিসেবে থাকবেন - মুস্তাফা মনোয়ার, মোহাম্মদ আজম, সৈয়দ মনজুরুল ইসলাম, ফকরুল আলম, গালিব আহসান খান, ম.হামিদ, ড. ফওজিয়া মান্নান, মৃত্তিকা সহিতা, সন্জীদা খাতুন প্রমুখ। বৈঠক বসবে ১৪ দিন অন্তর প্রতি শুক্রবার সন্ধ্যা সোয়া ছটায়।
পঞ্চম আবর্তনে ভর্তির আবেদনপত্র দেয়া শুরু হচ্ছে:
- আবেদনপত্র সংগ্রহ: ২২ বৈশাখ ১৪২৫ (৫ মে ২০১৮) থেকে বুধবার ও জাতীয় ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে ৭টা, ছায়ানট অভ্যর্থনা কেন্দ্র
- আবেদনপত্রের মূল্য: ৳ ৪০০.০০ (চারশত টাকা মাত্র)
- এককালীন ভর্তিবাবদ প্রদেয়: ৳ ১৫০০ (এক হাজার পাঁচশত টাকা)
- প্রথম বৈঠক ১৫ আষাঢ় ১৪২৫ (২৯ জুন ২০১৮), শুক্রবার