সঙ্গীতবিদ্যায়তনে ১৪২৭ শিক্ষাবর্ষে ভর্তি, অন-লাইন আবেদন |
প্রকাশকাল: ১ পৌষ ১৪২৬ |
অন-লাইনে আবেদনের জন্য আবশ্যক:
- শিওরক্যাশের মাধ্যমে আবেদনপত্রের মূল্য পরিশোধ (নিজস্ব শিওরক্যাশ অ্যাকাউন্ট অথবা শিওরক্যাশ এজেন্টের মাধ্যমে)
- অন-লাইনে বাংলা ইউনিকোডে আবেদনপত্র পূরণ, কিছু ফিল্ড ইংরেজিতে পূরণ
- ছবি আপলোড (সর্বোচ্চ আকার ২০০ কি.বা.)
প্রক্রিয়া:
- আবেদনপত্র পূরণ ও প্রিণ্টের জন্য google chrome ব্যবহার করুন
- এই পাতার নিচে অন-লাইন আবেদনপত্র লিংকে ক্লিক করুন
- যেই বিভাগে আবেদন করতে চান, সেই বরাবর ডানদিকে আবেদন এ ক্লিক করুন
- প্রয়োজনীয় তথ্য ও সঙ্গীতবিদ্যায়তনের নিয়ামাবলী পড়ুন এবং মেনে চলতে অঙ্গীকারপূর্বক সম্মত এ ক্লিক করুন
- আবেদনপত্র ফুরিয়ে গিয়ে থাকলে বার্তা আসবে, প্রাপ্তিসাধ্য হলে আবেদনপত্রের মূল্য পরিশোধের প্রক্রিয়া পাতায় অগ্রসর হবে
- আবেদনপত্রের মূল্য পরিশোধের প্রক্রিয়া পাতার নির্দেশনা অনুযায়ী শিওরক্যাশের মাধ্যমে আবেদনপত্রের মূল্য ৪০০ টাকা পরিশোধ করুন এবং নির্ধারিত ফিল্ডে মোবাইল ফোন নম্বর ও ট্রানস্যাকশন আইডি (TXN ID) লিখে দাখিল করুন (মূল্য পরিশোধ প্রক্রিয়া আগেই জানবার জন্য এখানে ক্লিক করুন)
- আবেদনপত্রের নির্ধারিত ফিল্ডগুলো পূরণ করুন
- আবেদনকারী যে নামে সনদপত্র পেতে চায়, শুদ্ধ বানানে বাংলায় তা লিখতে হবে
- নির্ধারিত স্থানে ছবি আপলোড করুন
- সব ফিল্ড পূরণ ও ছবি আপলোড করে দাখিল এ ক্লিক করলে পূরণকৃত আবেদনপত্র দেখা যাবে
- আবেদনপত্রের উপরের দিকের প্রিন্ট এ ক্লিক করলে প্রিন্ট অপশন পাওয়া যাবে, প্রিন্টের সময় কাগজের আকার A4 ও margin Minimum নির্বাচন করুন এবং পাতার কেবল একদিকে প্রিন্ট করুন (উভয়পাশে প্রিন্ট করবেন না)
- আবেদনপত্র প্রিন্ট করবার পর নির্ধারিত স্থানে সই করুন এবং নির্ধারিত স্থানে একটি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি (ল্যাব প্রিন্ট) সংযুক্ত করুন
- আবেদনপত্রে লিখিত ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনপত্রে (অবশ্যই ২টি পাসপোর্ট আকারের ছবি ও সইসহ) জন্ম-নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে
- বাংলাদেশের নাগরিক না হলে বাংলাদেশে অবস্থানের বৈধতার সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে
- জন্ম-নিবন্ধন সনদ/ জাতীয় পরিচয়পত্র ও ভর্তির আবেদনপত্রের মধ্যে তথ্যের গরমিল পেলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে
বিশেষ জ্ঞাতব্য:
- আবেদনপত্রের মূল্য: ৳৪০০.০০ (চার শত টাকা)
- আবেদনপত্র সীমিত এবং বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার
- আবেদনপত্রের মূল্য পরিশোধের পূর্বে ফুরিয়ে গেছে কিনা নিশ্চিত হবার জন্য উপরে লিখিত প্রক্রিয়ার ৪র্থ ধাপ পর্যন্ত সম্পন্ন করুন। আবেদনপত্র প্রাপ্তিসাধ্য হলে মূল্য পরিশোধের প্রক্রিয়া পাতায় অগ্রসর হবে
- একাধিক বিভাগের জন্য ভর্তির আবেদনপত্র নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যাবে, তবে নির্বাচিত হলে যেকোনো একটি বিভাগেই ভর্তি হওয়া যাবে। একই প্রার্থী দুই বিভাগে ভর্তি হলে যেকোনো একটি ভর্তি বাতিল হবে
- আবেদনপত্র পূরণ করে দাখিল এ ক্লিক করবার পর যদি কোনো কারণে প্রিন্টের জন্য আবেদনপত্র পাওয়া না যায়, তাহলে আবেদনকারীর নাম, কোন বিভাগের জন্য আবেদন করেছেন, মোবাইল ফোন নম্বর ও ট্রানস্যাকশন আইডি লিখে [email protected] এ মেইল করুন, মেইলের বিষয় লিখবেন “১৪২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন”
আবেদনকারীর ন্যূনতম বয়স (৩০ জুন ২০২০ তারিখের মধ্যে)
-
সঙ্গীত-সূচনা, শিশু বিভাগ -১০ (দশ) বছর- আবেদনপত্র ফুরিয়ে গেছে [১০ ফেব্রুয়ারি ২০২০] -
সঙ্গীত-সূচনা, রবীন্দ্র/নজরুল/লোকসঙ্গীত বিভাগ -১৪ (চৌদ্দ) বছর- আবেদনপত্র ফুরিয়ে গেছে [১০ ফেব্রুয়ারি ২০২০] - শুদ্ধসঙ্গীত কণ্ঠ/তবলা/ সেতার/ বেহালা/ বাঁশি/ এস্রাজ বিভাগ -১০ (দশ) বছর [শুদ্ধসঙ্গীত, বেহালার শুক্রবারের ক্লাসের জন্য আবেদনপত্র ফুরিয়ে গেছে, ২৮ জানুয়ারি ২০২০]
-
নৃত্যকলা -৬ (ছয়) বছর- আবেদনপত্র ফুরিয়ে গেছে [৩১ ডিসেম্বর ২০১৯]