সঙ্গীত-পরিচয় ১৯শ আবর্তনে ভর্তি |
প্রকাশকাল: ১৯ মাঘ ১৪২৬ |
বিশেষ ঘোষণা:
কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে আগামী ১২ বৈশাখ ১৪২৭, ২৫ এপ্রিল ২০২০ পর্যন্ত ছায়ানট কার্যালয় এবং ছায়ানট পরিচালিত সকল কার্যক্রম বন্ধ আছে। কার্যালয় খুললে ভর্তি আবেদনপত্র বিতরণ শুরু হবে। সকল হালনাগাদ তথ্যের জন্য ছায়ানটের ওয়েবসাইট ও ফেইসবুক গ্রুপে নিয়মিত চোখ রাখুন।
ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের এক বছর মেয়াদী সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম সঙ্গীত-পরিচয় ঊনবিংশ আবর্তনে ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে
- পাওয়া যাবে: ৩ ফাল্গুন ১৪২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার থেকে
- সময়: বুধবার ও জাতীয় ছুটি ছাড়া যেকোনো দিন বেলা ৩টা থেকে ৭টা
- আবেদনপত্রের মূল্য: ৳ ৪০০.০০ (চার শত টাকা)
- আবেদনকারীর বয়স: ন্যূনতম ৭ বছর (৩০ জুন ২০২০ তারিখের মধ্যে), কোনো ঊর্ধ্বসীমা নেই
বিশেষ লক্ষণীয়:
- আবেদনপত্র সীমিত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে, নির্দিষ্ট শেষ দিন নেই। যে কোনো দিন ফুরিয়ে যেতে পারে
- আবেদনপত্র সংগ্রহের পর আবেদনপত্রে উল্লেখিত নির্ধারিত দিন-ক্ষণে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের সময় দুইটি পাসপোর্ট আকারের ছবি এবং ছোটদের জন্য জন্ম-নিবন্ধন সনদ ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং প্রাপ্তবয়স্কদের জন্য জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অবশ্যই জমা দিতে হবে
- ভর্তির জন্য বিবেচিত আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-নিবন্ধন সম্পন্ন করতে হবে
কার্যক্রম পরিচিতি:
- এক বছর মেয়াদী প্রাথমিক সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম
- ক্লাসের দিন: প্রতি রবিবার বিকেল ৫:৩০ থেকে ৭:১০
- বয়সভেদে তিনটি পৃথক দলে শিক্ষণ
- পাঠের বিষয়: লোকসঙ্গীত, নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, দেশের গান, তিন কবির গান ও সরগম; ছোটদের জন্য ছড়া গান
- সঙ্গীতবিদ্যায়তনের নির্ধারিত নিয়মে শিক্ষণ শেষে পাঠগ্রহণের স্বীকৃতিপত্র
- ভর্তির জন্য পরিশোধযোগ্য অর্থ: এককালীন ৳ ৫,৭০০.০০ (পাঁচ হাজার সাত শত টাকা)
- কার্যক্রম শুরু: বৈশাখ ১৪২৬