ফণ্ট ডাউনলোড

নীড় বিজ্ঞপ্তি

৩১ মার্চ পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত

প্রকাশকাল: ২ চৈত্র ১৪২৬

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ছায়ানটের সকল কার্যক্রম আগামী ১৭ চৈত্র ১৪২৬, ৩১ মার্চ ২০২০ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর আওতায় থাকছে –

 

  • ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের চলমান বার্ষিক পরীক্ষা
  • ‘সঙ্গীত-অনুরাগ’, ‘সঙ্গীত-পরিচয়’, ‘নিবিড় শিক্ষণ’ এবং ‘সুরের জাদু রঙের জাদু’র ক্লাস
  • সঙ্গীত-পরিচয় ও শিকড়ের ভর্তি আবেদনপত্র প্রদান ও ভর্তি-সাক্ষাৎকার
  • শিকড়ের নিয়মিত কার্যক্রম
  • ভাষা-সংস্কৃতির আলাপের বৈঠক
  • বর্ষবরণের মহড়া
  • সকল কার্যক্রমের ভর্তি-নিবন্ধন

 

ছায়ানটের অভ্যর্থনাকেন্দ্র ও কার্যালয় যথারীতি খোলা থাকবে।
 
সঙ্গীতবিদ্যায়তনের বার্ষিক ও ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ২৩ মার্চ ২০২০, সোমবার বেলা ৩টায় প্রকাশ করা হবে।
 
সকল কার্যক্রমের হালনাগাদ তথ্য জানতে ছায়ানটের ওয়েবসাইট ও ফেইসবুক গ্রুপে নিয়মিত চোখ রাখুন।

 

বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১৪ আশ্বিন ১৪৩০
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২১ আশ্বিন ১৪৩০
শরতের অনুষ্ঠান ১৪৩০