ফণ্ট ডাউনলোড

নীড় অনুষ্ঠান ঋতু উৎসব

ঋতু উৎসব


বাঙালিকে আপন সংস্কৃতি সম্পর্কে সচেতন করে তুলতে ষাটের দশক থেকেই ঋতু উৎসবের আয়োজন করে আসছে ছায়ানট। তবে উৎসবগুলো সীমাবদ্ধ কেবল বর্ষা, শরৎ ও বসন্ত ঋতু ঘিরে।

 

ছায়ানটের প্রথম খোলা মাঠের অনুষ্ঠান বসন্ত-উৎসব। মঞ্চ হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সংলগ্ন স্যার সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষের বাড়ির গাড়ি-বারান্দার গা ঘেঁষে। অনুষ্ঠানের শুরুতে বাজানো হয় করিম খাঁর বসন্তের রাগালাপের রেকর্ড। পরে পর্যায়ক্রমে সমবেত ও একক কণ্ঠে গান,আবৃত্তি। অনুষ্ঠানের শেষে শিল্পীরা ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে গানটি গাইতে গাইতে মঞ্চ থেকে শ্রোতাদের মাঝে নেমে যান। বসন্তের সুরে আপ্লুত হয়েছিলেন সকলে।

 

শরৎ-উৎসব নিয়মিত আয়োজিত হত ওয়ারির বলধা গার্ডেনে। ভোরের এই আয়োজনে এমনকি শ্রোতারাও  জড়ো হতেন শিউলি ফুলের সাজ নিয়ে। স্বাধীন বাংলাদেশে নব্বইয়ের দশকে নতুন উদ্যমে শুরু হয় শরৎ-উৎসব। নিয়মিত উৎসবস্থল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদের বকুলতলা। অবশ্য মাঝের কটি বছর ধানমণ্ডি লেক সংলগ্ন শতায়ু অঙ্গনেও হয়েছে শরৎ-উৎসব।

 

অন্য ঋতু উৎসবের মতোই বর্ষা-উৎসবও প্রাণবন্ত করে তোলে গান-পাঠ ও নৃত্য। তবে শুরু থেকেই একটু অনিয়মিত ছিল এই আয়োজন। ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের জন্মবার্ষিক ঘিরে ১৪২০ বঙ্গাব্দ থেকে বর্ষা ঋতু অনুষ্ঠান আয়োজিত হচ্ছে সুফিয়া কামাল স্মারণিক বর্ষা-উৎসব নামে।

 

 

সবগুলো

 তারিখ  নাম   স্থান
২১ আশ্বিন ১৪৩০ শরতের অনুষ্ঠান ১৪৩০ ছায়ানট মিলনায়তন
৯ আষাঢ় ১৪৩০ বর্ষার অনুষ্ঠান ১৪৩০ ছায়ানট মিলনায়তন
২৬ ফাল্গুন ১৪২৯ বসন্তের অনুষ্ঠান ১৪২৯ ছায়ানট মিলনায়তন
১৫ আশ্বিন ১৪২৯ শরতের অনুষ্ঠান ১৪২৯ বকুলতলা, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৪ শ্রাবণ ১৪২৯ সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠান, ১৪২৯ ছায়ানট মিলনায়তন
২ আশ্বিন ১৪২৮ "শরৎ-প্রাতের আলোর বাণী" শরতে ছায়ানটের নিবেদন ১৪২৮ অনলাইন- ইউটিউব, ফেইসবুক
৬ আষাঢ় ১৪২৮ সুফিয়া কামাল স্মারক বর্ষার অনুষ্ঠান, ১৪২৮ অনলাইন - ইউটিউব ও ফেইসবুক
১ ফাল্গুন ১৪২৬ বসন্তের অনুষ্ঠান ১৪২৬ ছায়ানট মিলনায়তন
১৯ আশ্বিন ১৪২৬ শরতের অনুষ্ঠান ১৪২৬ চারুকলা অনুষদের বকুলতলা
৭ আষাঢ় ১৪২৬ ছায়ানটের বর্ষার অনুষ্ঠান ১৪২৬ ছায়ানট মিলনায়তন
৮ চৈত্র ১৪২৫ বসন্তের অনুষ্ঠান ১৪২৫ ছায়ানট মিলনায়তন

বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১৪ আশ্বিন ১৪৩০
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২১ আশ্বিন ১৪৩০
শরতের অনুষ্ঠান ১৪৩০