ফণ্ট ডাউনলোড

নীড় অনুষ্ঠান দেশঘরের গান

দেশঘরের গান


১৪১৪ বঙ্গাব্দে ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হকের প্রয়াণের বছর তাঁর ৭৪তম জন্মবার্ষিকীতে আয়োজন হয় প্রথম লোকসঙ্গীত উৎসব-এর। পরের বছর থেকে এই আয়োজনের নাম হয় ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান। ওয়াহিদুল হক তাঁর লেখা ও কর্মে বরাবরই দেশজ শিক্ষা ও সঙ্গীতকে সব থেকে গুরুত্ব দিয়েছেন। বিশ্বাস করতেন, এই দুইয়ের যথাযথ পরিচয়,চর্চা ও সংরক্ষণে বাঙালি সংস্কৃতির কাঠামো মজবুত হয়ে উঠবে। তারই এক উপায় নিজের গানের শেকড়ের সঙ্গে পরিচয়। যাতে আছে নতুন করে জেগে উঠবার সম্ভাবনা। সেই উজ্জীবনেরই একটি আয়োজন দেশঘরের গান। এই আয়োজনের  বাঙালির নিজস্ব সাংস্কৃতিক অনুষঙ্গ,বিশেষত পরিবেশনা শিল্প আঙ্গিকসমূহের অকৃত্রিম উপস্থাপনার সঙ্গে নাগরিকজনের যোগসূত্র স্থাপন;বর্তমান মিডিয়া ও বাজার তৎপরতা এবং উপনিবেশিক ধ্যান-ধারণার প্রভাবমুক্ত হয়ে দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পশাখায় অন্তরঙ্গভাবে যুক্ত শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করা;বাংলা ও বাঙালির স্বতন্ত্র ও বিশিষ্ট শিল্প আঙ্গিকসমূহের উৎস ও বিস্তৃতি-অঞ্চল শনাক্তকরণ;দেশজ শিল্প আঙ্গিকসমূহের বিষয়-ভাব-আদর্শ ইত্যাদির মুক্ত অনুধ্যানের উদ্যোগ গ্রহণ;বিপন্ন ও বিলুপ্ত শিল্প অভিব্যক্তি পুনরুদ্ধার ও পুনর্জাগ্রতকরণ;প্রতিটি অভিব্যক্তির স্বত্বাধিকারী ও উপকারভোগী এবং প্রতিটি অভিব্যক্তির মেধাস্বত্ব নির্ধারণ ও সংরক্ষণ এবং সর্বোপরি বিশিষ্ট ও স্বাধীন সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠাকরণ।

সবগুলো

 তারিখ  নাম   স্থান
২ চৈত্র ১৪২৯ ওয়াহিদুল হক স্মারক দেশঘবের গান ১৪২৯ উন্মুক্ত মঞ্চ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
১৭ চৈত্র ১৪২৮ ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান ১৪২৮ ছায়ানট মিলনায়তন
২৯ ফাল্গুন ১৪২৭ ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান ১৪২৭ অনলাইন, ফেইসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল
৪ চৈত্র ১৪২৫ দেশঘরের গান ১৪২৫ ছায়ানট মিলনায়তন

বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১৪ আশ্বিন ১৪৩০
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
২১ আশ্বিন ১৪৩০
শরতের অনুষ্ঠান ১৪৩০