নজরুল-উৎসব
কাজী নজরুল ইসলামের জীবনদর্শন আরো ব্যাপকতায় ছড়িয়ে দিতে ১৪১৬ বঙ্গাব্দ থেকে জাতীয় কবিকে ঘিরে বার্ষিক উৎসবের আয়োজন শুরু করে ছায়ানট। প্রথম দুই বছরের আয়োজন ছিল ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীকে উৎসর্গ করে সুফিয়া কামাল স্মারক নজরুল-উৎসব হিসেবে। এই আয়োজন এখন নজরুল-উৎসব হিসেবে আখ্যায়িত। বর্তমানে নজরুলের জন্মবার্ষিক ১১ ই জ্যৈষ্ঠকে ঘিরে নিয়মিতভাবে দুদিনের এই উৎসবের আয়োজিত হচ্ছে। এধরণের আয়োজনে নিজস্ব শিল্পীদের নিয়ে অনুষ্ঠান সাজানোর প্রথার বাইরে গিয়ে সবার সঙ্গে মিলবার এক উপলক্ষ্য খুঁজে পেয়েছে ছায়ানট।
সবগুলো
তারিখ | নাম | স্থান |
১১ জ্যৈষ্ঠ ১৪৩০ | নজরুল-উৎসব ১৪৩০ | ছায়ানট মিলনায়তন |
১১ জ্যৈষ্ঠ ১৪২৯ | নজরুল-উৎসব ১৪২৯ | ছায়ানট মিলনায়তন |
১০ শ্রাবণ ১৪২৬ | নজরুল-উৎসব ১৪২৬ | ছায়ানট মিলনায়তন |