ফণ্ট ডাউনলোড


শ্রোতার আসর: ভাদ্র ১৪৩০

  • ১০ ভাদ্র ১৪৩০, ২৫ অগাস্ট ২০২৩ ১৯:০০:০০ ঘটিকা
  • ১০ ভাদ্র ১৪৩০, ২৫ অগাস্ট ২০২৩ ২০:৩০:০০ ঘটিকা
  • রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন

১০ ভাদ্র ১৪৩০, ২৫ অগাস্ট ২০২৩, শুক্রবার, সন্ধ্যা ৭:০০, রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হলো শ্রোতার আসর।

এ আসরের শিল্পীরা ছিলেন নাসিমা শাহীন ফ্যান্সী এবং অন্তরা শরীফ। শুরুতে  নবীন শিল্পী হিসেবে মৌসুমী সাহা সঙ্গীত পরিবেশন করেন। 

 

অনুষ্ঠান সরাসরি দেখুন: https://fb.watch/osbuZ_lkOk/

 

 

অনুষ্ঠানসূচি: 

ক্রম শিল্পী   গানের কথা তাল
মৌসুমী সাহা রহি রহি কেন সে-মুখ পড়ে আদ্ধা
দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী দাদরা
আমি কূল ছেড়ে আজ চলিলাম ভেসে কাহারবা
অন্তরা শরীফ এ কি সুরে (কোন সুরে) তুমি গান শোনালে দাদরা
কেউ ভোলে না কেউ ভোলে কাহারবা
শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল ত্রিতাল
দূর প্রবাসে প্রাণ কাঁদে আদ্ধা-কাওয়ালি
ও ভাই খাঁটি সোনার চেয়ে দাদরা
না‌সিমা শাহীন ফ্যান্সী তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু দাদরা
১০ ফিরিয়া যদি সে আসে কাহারবা
১১ কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া আদ্ধা
১২ এ নহে বিলাস বন্ধু কাহারবা
১৩ কাছে আমার নাই বা এলে কাহারবা
১৪ হারানো হিয়ার নিকুঞ্জ পথে কাহারবা
১৫ বল্‌ রে জবা বল্ দাদরা
১৬ তোর  রূপে সই গাহন ক'রে কাহারবা
         
         
যন্ত্রাণুষঙ্গ      
তবলা: দেবাশীষ দাস অপূর্ব      
কিবোর্ড: রবিন্স চৌধুরী      
মন্দিরা: প্রদীপ কুমার রায়      

 


বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১ পৌষ ১৪৩০
বিজয় দিবস ২০২৩