শ্রোতার আসর: আষাঢ় ১৪২৬
- ২৮ আষাঢ় ১৪২৬, ১২ জুলাই ২০১৯ ১৯:০০:০০ ঘটিকা
- ২৮ আষাঢ় ১৪২৬, ১২ জুলাই ২০১৯ ২০:৩০:০০ ঘটিকা
-
রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন
২৮ আষাঢ় ১৪২৬, ১২ জুলাই ২০১৯, শুক্রবার। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হলো ছায়ানটের শ্রোতার আসর। এবারের আসরে শিল্পীরা সকলে নজরুলসঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানসূচি:
ক্রম | শিল্পী | গানের কথা | |
১ | অমিত আচার্য হিমেল | ১ | গগনে প্রলয় মেঘের মেলা |
২ | তুমি দিলে দু:খ অভাব | ||
২ | আনিলা আমির লামী | ১ | মালা গাঁথা শেষ না হতে |
২ | হে প্রিয় আমারে দিব না ভুলিতে | ||
৩ | অনামিকা সরকার সোমা | ১ | একেলা গোরী জল্কে চলে |
২ | মেঘ-মেদুর বরষায় | ||
৪ | শরিফুর রহমান | ১ | দাঁড়ালে দুয়ারে মোর |
২ | তুমি যদি রাধা হতে শ্যাম | ||
৫ | সানজিদা রহমান মীম | ১ | শ্রান্ত ধারা বালুতটে |
২ | কে নিবি ফুল | ||
৬ | নাওশিন তাবাস্সুম অমি | ১ | অন্তরে তুমি আছ চিরদিন |
২ | রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝিম্ | ||
৭ | জারিন সুবাহ্ | ১ | মাটির প্রতিমা পূজিস রে তোরা |
২ | জানি জানি প্রিয় | ||
৮ | ধ্রুব সরকার | ১ | আমি গগন গহনে |
২ | মাগো চিন্ময়ী রূপ ধ'রে আয় | ||
৯ | শুক্লা সরকার | ১ | শাওন আসিল ফিরে |
২ | আধো ধরণী আলো | ||
১০ | মৌসুমী সাহা | ১ | সংসারেরি দোলনাতে মা |
২ | তোমার বুকের ফুলদানিতে | ||
জাতীয় সঙ্গীত | |||
যন্ত্রানুষঙ্গ | |||
তবলা: | গৌতম সরকার | ||
এস্রাজ: | অশোক কুমার সরকার | ||
মন্দিরা: | প্রদীপ রায় |