শরতের অনুষ্ঠান ১৪২৬
- ১৯ আশ্বিন ১৪২৬, ০৪ অক্টোবর ২০১৯ ০৭:০০:০০ ঘটিকা
- ১৯ আশ্বিন ১৪২৬, ০৪ অক্টোবর ২০১৯ ০৯:০০:০০ ঘটিকা
-
চারুকলা অনুষদের বকুলতলা
১৯ আশ্বিন ১৪২৬, ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭ টায় অনুষ্ঠিত হলো ছায়ানটের শরতের অনুষ্ঠান। 'ওগো শেফালিবনের মনের কামনা' সম্মেলক নৃত্য-গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে মোট বারোটি একক গান, একটি ছোটদের সম্মেলক গান ও পাঁচটি সম্মেলক নৃত্য-গীত পরিবেশিত হয়। সবশেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানসূচি:
ক্রম | বিষয় | শিল্পী | গানের কথা |
১ | সম্মেলক নৃত্য-গীত (বড় দল) | ওগো শেফালিবনের মনের কামনা | |
২ | একক গান | অভয়া দত্ত | আমার রাত পোহালো |
৩ | একক গান | শ্রাবণী মজুমদার | অমল ধবল পালে লেগেছে |
৪ | সম্মেলক নৃত্য-গীত (বড় দল) | আলোর অমল কমল খানি | |
৫ | একক গান | সুতপা সাহা | ওগো কে যায় বাঁশরি |
৬ | একক গান | মোস্তাফিজুর রহমান তূর্য | আমি চঞ্চল হে |
৭ | একক গান | তানিয়া মান্নান | এসো শরতের অমল মহিমা |
৮ | একক গান | শ্রেয়া ঘোষ | সকরুণ বেণু বাজায়ে কে যায় |
৯ | সম্মেলক গান (ছোট দল) | শরতে আজ কোন্ অতিথি | |
১০ | একক গান ও নৃত্য | গান-ফারজানা আক্তার পপি নৃত্য- সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ | তোমরা যা বল তাই বলো |
১১ | একক গান | আইরিন পারভীন অন্না | এই তো তোমার প্রেম |
১২ | একক গান | শুক্লা পাল সেতু | যে ছায়ারে ধরব বলে |
১৩ | সম্মেলক নৃত্য-গীত (বড় দল) | আমার নয়ন-ভুলানো এলে | |
১৪ | একক গান | অসীম দত্ত | তোমার সোনার থালায় |
১৫ | একক গান | নাঈমা ইসলাম নাজ | হৃদয়ে ছিলে জেগে |
১৬ | সম্মেলক নৃত্য-গীত (ছোটদল) | শরত তোমার অরুণ আলোর অঞ্জলি | |
১৭ | একক গান | পার্থ প্রতীম রায় | আমি চিনি গো চিনি |
১৮ | একক গান | সেঁজুতি বড়ুয়া | কেন যে মন ভোলে |
১৯ | সম্মেলক নৃত্য-গীত (ছোট ও বড়দল) | আজ ধানের ক্ষেতে | |
২০ | জাতীয় সঙ্গীত | ||
যন্ত্রানুষঙ্গ: | |||
তবলা | ক) এনামুল হক ওমর | ||
খ) সুবীর ঘোষ | |||
এস্রাজ | অসিত বিশ্বাস | ||
মন্দিরা | প্রদীপ কুমার রায় | ||