বার্ষিক লোকসঙ্গীতের অনুষ্ঠান ১৪২৬
- ১৯ পৌষ ১৪২৬, ০৩ জানুয়ারি ২০২০ ১৮:৩০:০০ ঘটিকা
- ১৯ পৌষ ১৪২৬, ০৩ জানুয়ারি ২০২০ ২০:৩০:০০ ঘটিকা
-
ছায়ানট মিলনায়তন
১৯ পৌষ ১৪২৬, ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার। সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো ছায়ানটের বার্ষিক লোকসঙ্গীতের অনুষ্ঠান। এবারের অনুষ্ঠান উৎসর্গ করা হয় কবি জসীম উদ্দীন-কে। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের লোকসঙ্গীত বিভাগের শিক্ষক তপন মজুমদার। অনুষ্ঠানে মোট ৫টি সম্মেলক গান ও ১৪টি একক গান পরিবেশিত হয়। এবারের অনুষ্ঠানে জসীম উদ্দীন, মনমোহন দত্ত, দূরবীন শাহ্, আব্দুল হালিম বয়াতি, বাউল চাঁন মিয়া প্রভৃৃতি গীতিকবিদের গান পরিবেশিত হয়।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানসূচি:
ক্রম | বিষয় | শিল্পী/বক্তা | গানের কথা | রচয়িতা |
১ | কথন | তপন মজুমদার, শিক্ষক, লোকসঙ্গীত বিভাগ, ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন | ||
২ | সম্মেলক গান | ওই না রূপে নয়ন দিয়ে | জসীম উদ্দীন | |
৩ | একক গান | সরদার মো: রহমাতুল্লা | তুমি কাইন্দো না ওরে আমার | জসীম উদ্দীন |
৪ | একক গান | পলি রায় | তুমি আমার বন্ধু লাগো | জসীম উদ্দীন |
৫ | একক গান | সঞ্চিতা বর্মণ | ও সুজন বন্ধু | জসীম উদ্দীন |
৬ | সম্মেলক গান | জগত জননী জাগো | মনমোহন দত্ত | |
৭ | একক গান | মহিতোষ কুমার মণ্ডল | যে দিন আমার ভবলীলা | মনমোহন দত্ত |
৮ | একক গান | মো. মানিক | মন্দিরে দেবতা নাই | মনমোহন দত্ত |
৯ | একক গান | মুকুল মজুমদার | আমি তোমার পোষা পাখি | মনমোহন দত্ত |
১০ | সম্মেলক গান | কাইন্দোনা রাই কমলিনী | দূরবীন শাহ্ | |
১১ | একক গান | নারায়ণ চন্দ্র শীল | আমার বন্ধু যদি হইতো পোষা পাখি | দূরবীন শাহ্ |
১২ | একক গান | জোনাকী রাণী শীল | ধরতে যদি অধরারে | দূরবীন শাহ্ |
১৩ | একক গান | আবুল কালাম আজাদ | আজ রাধার শুভদিন | দূরবীন শাহ্ |
১৪ | একক গান | এরফান হোসেন | নির্জন যমুনার কূলে | দূরবীন শাহ্ |
১৫ | সম্মেলক গান | তোরা আয়রে চাষী ভাই | আব্দুল হালিম | |
১৬ | একক গান | বিমান চন্দ্র বিশ্বাস | কান্দায়োনা পরান বন্ধু | আব্দুল হালিম |
১৭ | একক গান | নাজমুল আহ্সান তুহিন | আমি এই দেখিলাম সোনার ছবি | আব্দুল হালিম |
১৮ | সম্মেলক গান | আর কি শ্যাম আসিবে গো | বাউল চাঁন মিয়া | |
১৯ | একক গান | সুপ্রিয়া শাহনেওয়াজ | তুমি ডাক দিলে অবলার পানে | বাউল চাঁন মিয়া |
২০ | একক গান | মো: খায়রুল ইসলাম | রজনী হোসনে অবসান | বাউল চাঁন মিয়া |
২১ | জাতীয় সঙ্গীত | |||
যন্ত্রানুষঙ্গ: | ||||
তবলা: ক) অলোকেশ আধিকারী খ) বাদল চৌধুরী | ||||
বাঁশি: মো. মুনিরুজ্জামান | ||||
দোতরা: রতন কুমার রায় | ||||
ঢোল: দশরথ দাস | ||||
মন্দিরা: প্রদীপ কুমার রায় |