ভাষা-শহীদ দিবস ২০২০
- ৮ ফাল্গুন ১৪২৬, ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩০:০০ ঘটিকা
- ৮ ফাল্গুন ১৪২৬, ২১ ফেব্রুয়ারি ২০২০ ২০:০০:০০ ঘটিকা
-
ছায়ানট মিলনায়তন
২১শে ফেব্রুয়ারি ২০২০ (৮ ফাল্গুন ১৪২৬), শুক্রবার। সন্ধ্যা ৬টা ৩০মিনিটে অনুষ্ঠিত হলো ছায়ানটের ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান। বৃন্দ বেহালাবাদনে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে মোট ২টি সম্মেলক গান, ২টি একক পাঠ ও মোট ১০টি একক গান পরিবেশিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানসূচি:
ক্রম | বিষয় | রচয়িতা | সুরকার | শিল্পী | |
১ |
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি |
বৃন্দ বেহালা বাদন | আবদুল গাফফার চৌধুরী | আলতাফ মাহমুদ | ছায়ানট শিক্ষার্থী বৃন্দ |
২ | ক) মোদের গরব মোদের আশা | সম্মেলক গান | অতুল প্রসাদ সেন | অতুল প্রসাদ সেন | ছায়ানট শিক্ষার্থী বৃন্দ |
খ) রক্ত শিমুল তপ্ত পলাশ | সৈয়দ সামসুল হুদা | শেখ লুতফর রহমান | |||
৩ | কেন চেয়ে আছ গো মা | একক গান | রবীন্দ্রনাথ ঠাকুর | তাহমিদ ওয়াসীফ ঋভু | |
৪ | আমায় গেঁথে দাও না মাগো | একক গান | নজরুল ইসলাম বাবু | আলাউদ্দিন আলী | নাঈমা ইসলাম নাজ |
৫ | সালাম সালাম হাজার সালাম | একক গান | ফজল-এ-খোদা | আব্দুল জব্বার | মোস্তাফিজুর রহমান তূর্য |
৬ | বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা | একক পাঠ | শামসুর রাহমান | রফিকুল ইসলাম | |
৭ | মাগো ধন্য হলো জীবন আমার | একক গান | লাকি আকন্দ | এস.এম. হেদায়েত | সুস্মিতা দেবনাথ শুচি |
৮ | মাগো ৮ই ফাল্গুনের কথা | একক গান | আব্দুল লতিফ | আব্দুল লতিফ | তানভীর আহমেদ |
৯ | ও মা তুমি বল না | একক গান | সেলিম আশরাফ | সেলিম আশরাফ | শুক্লা পাল সেতু |
১০ | আমি দাম দিয়ে কিনেছি বাংলা | একক গান | আব্দুল লতিফ | আব্দুল লতিফ | নাহিয়ান দুরদানা শুচি |
১১ | বায়ান্নতে বীজ বুনিয়া | একক গান | আবদুল হামিদ | আবদুল হামিদ | মহিতোষ কুমার মণ্ডল |
১২ | তুই যে আমার সাত রাজার ধন | একক গান | আব্দুল লতিফ | আব্দুল লতিফ | সাদিকা নূর মুমু |
১৩ | রাষ্ট্রভাষা আন্দোলনও করিলিরে বাঙ্গালী | একক গান | শামসুদ্দিন আহমেদ | আলতাফ মাহমুদ | মো: খায়রুল ইসলাম |
১৪ | ক) মিলিত প্রাণের কলরবে | সম্মেলক গান | হাফিজুর রহমান | শেখ লুতফর রহমান | ছায়ানট শিক্ষার্থী বৃন্দ |
খ) আমার প্রতিবাদের ভাষা | সলিল চৌধুরী | সলিল চৌধুরী | |||
১৫ | জাতীয় সঙ্গীত | রবীন্দ্রনাথ ঠাকুর | |||
যন্ত্রানুষঙ্গ: | |||||
তবলা: এনামুল হক ওমর, গৌতম সরকার | |||||
এস্রাজ: অসিত বিশ্বাস | |||||
কীবোর্ড: ইফ্তেখার হোসেন সোহেল | |||||
মন্দিরা: প্রদীপ কুমার রায় |