শ্রোতার আসর: আশ্বিন ১৪২৯
- ৮ আশ্বিন ১৪২৯, ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:০০:০০ ঘটিকা
- ৮ আশ্বিন ১৪২৯, ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৩০:০০ ঘটিকা
-
রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন
৮ আশ্বিন ১৪২৯, ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো ছায়ানটের শ্রোতার আসর। এবারের আসরে গান পরিবেশন করেন শিল্পী খায়রুল আনাম শাকিল।
অনুষ্ঠানটি ছায়ানট সংস্কৃতি-ভবনের তিন তলাস্থ রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানসূচি:
ক্রম | শিল্পী | গানের কথা | |
ক. | খায়রুল আনাম শাকিল | ১ | সাঁঝের পাখিরা ফিরিল কুলায় |
২ | কেউ ভোলে না কেউ ভোলে | ||
৩ | গভীর নিশীথে ঘুম ভেঙে যায় | ||
৪ | মুসাফির! মোছ্ রে আঁখি-জল | ||
৫ | বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে | ||
৬ | সোনার হিন্দোলে কিশোর কিশোরী দোলে | ||
৭ | প্রথম প্রদীপ জ্বালো | ||
৮ | এসো বঁধু ফিরে এসো | ||
৯ | জরীণ হরফে লেখা (নীল আসমানের কোর্আন) | ||
১০ | এ নহে বিলাস বন্ধু | ||
১১ | মনে রাখার দিন গিয়েছে | ||
১২ | মাগো চিন্ময়ী রূপ ধ'রে আয় | ||
যন্ত্রাণুষঙ্গ | |||
এস্রাজ: | অসিত বিশ্বাস | ||
মন্দিরা: | প্রদীপ কুমার রায় | ||
তবলা: | ইফ্তেখার আলম ডলার | ||
কিবোর্ড: | রবিন্স চৌধুরী | ||