অচিনপাখির কলগীতি
লোকগীতিকবিদের দৃষ্টি ও সৃষ্টিবীক্ষা
প্রেক্ষাপট: বাংলার শ্রুতি-স্মৃতিনির্ভর আবহমান লোকসঙ্গীত তথা লোকসাহিত্যই বাঙালি সংস্কৃতির আদি বাসা। সে-সংস্কৃতি মুখ থেকে শ্রবণে বাহিত স্মৃতির ধন হয়ে সর্বজনের আস্বাদ্য হয়ে এসেছে। দিনে দিনে স্থায়িত্ব রক্ষার প্রয়োজনে মুদ্রাযন্ত্রের সূত্রে গীতসাহিত্যের শ্রুতিসত্তা বিলুপ্ত হতে বসল। অক্ষরপরম্পরায় সজ্জিত প্রতীকচিত্রের দৃষ্টিগ্রাহ্য রূপ নিল সঙ্গীত/সাহিত্য। স্মরণ করা যায়,এর আগেও নাটগানের পরিবেশনায় সংস্কৃতির একরকমের দৃষ্টিগ্রাহ্য রূপ ছিল;সুকুমার সেনের বাঙ্গালা সাহিত্যের ইতিহাস-এ বর্ণিত নাটগীতি পরিবেশনার ধরণ সে সাক্ষ্য দেয়। বোঝা যায়,সে-গীত প্রথমত শ্রবণ,তার পরে দর্শনের বিষয় ছিল। পরবর্তী সময়ের মুদ্রিত পাঠ হলো প্রধানত দেখে বুঝবার,তার পরে মনের কানে শুনবার বিষয়। দিনে দিনে শ্রবণের পুরোনো অভ্যাস লুপ্ত হয়ে আমরা আপন-মনে পাঠ করে রসগ্রহণের পথ নিলাম। পরিণামে সাক্ষরজনের সাহিত্য শহরে-নগরে চলিত মুদ্রিত গ্রন্থে বদ্ধ হলো;আর সাধারণ তথা অক্ষর-না-জানা মানুষের সাহিত্য-সঙ্গীত-ধারার নাম হলো ‘লোকসঙ্গীত/সাহিত্য’। ‘ছায়ানটে’র এই প্রবন্ধ সংকলনটিতে বাংলার লোকসংস্কৃতির কবি-গীতিকারদের নিয়ে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। সুধীর চক্রবর্তীর অন্যত্র প্রকাশিত ‘রূপে নয়ন ডুবল না রে’ শিরোনামের একটি প্রবন্ধ এ গ্রন্থের শুরুতে বিন্যস্ত হলো। আশা, এতে গ্রন্থটির মান বৃদ্ধি পাবে। বাংলাদেশের গুণী প্রাবন্ধিকদের কটি লেখাও থাকছে। সবশেষে ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন’-সংশ্লিষ্ট কজন শিক্ষক-গবেষকের রচনা এ সংগ্রহে রয়েছে। অল্প কয়েকটি প্রবন্ধ ছাড়া বাকি সব লেখাই ‘ছায়ানটে’র সাহিত্য-সংস্কৃতি ত্রৈমাসিক বাংলাদেশের হৃদয় হতে পত্রিকা থেকে নেওয়া হয়েছে।
বিষয় ক্রমবিন্যাস:
সুধীর চক্রবর্তী ॥ রূপে নয়ন ডুবল না রে
রামকানাই দাশ ॥ সিলেট, ভাটি-অঞ্চলের লোকগান
আবুল আহসান চৌধুরী ॥ লালন সাঁই : মানবিক সংস্কৃতি ও সামাজিক দ্রোহের নায়ক
গোলাম ফারুক খান ॥ জালাল উদ্দীন খাঁ : তাঁর "মহাসত্যের দেশ"
শাকুর মজিদ ॥ প্রকৃতির পাঠশালায় শাহ আবদুল করিম
নাদিরা বেগম ॥ ভাওয়াইয়া গানের নারী
কিরণচন্দ্র রায় ও চন্দনা মজুমদার ॥ কবিয়ালশ্রেষ্ঠ বিজয়কৃষ্ণ সরকার
কামালউদ্দিন কবির ॥ বাংলার গীতরঙ্গ : স্মরণ ও বিস্মরণের চালচিত্র
তপন মজুমদার ॥ কাঙাল হরিনাথের বাউলগান
নারায়ণচন্দ্র শীল ॥ কয়েকজন লোকগীতিকবির কথা
জেসমিন বুলি ॥ উত্তরের তিন গীতিকবি ও তাঁদের লোকগান
নাজমুল আহ্সান তুহিন ॥ হাছন রাজার দর্শন ও স্বকীয়তা
মো. এরফান হোসেন ॥ জয়পুরহাট জেলার বিয়ের গীত
প্রকাশনা-সহযোগী: গ্রামীণফোন
সর্বশেষ প্রকাশনা
-
গীতবিতান: তথ্য ও ভাবসন্ধান
আরও পড়ুন...
আয়োজন সবগুলো..
১৪ আশ্বিন ১৪৩০
|
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই |
২১ আশ্বিন ১৪৩০
|
শরতের অনুষ্ঠান ১৪৩০ |