বাণী তব ধায়
প্রকাশকাল: ২৪ বৈশাখ ১৪১৮, ৭ মে ২০১১
ধরণ: অডিও সিডি (ধ্বনিমুদ্রিকা)
প্রচ্ছদে ব্যবহৃত ছবি: রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রতিলিপি
মূল্য: ৳ ৫০.০০
জাতির স্বরূপ-চেতনা ও বাঙালি সংস্কৃতি চর্চার বিরতিহীন ধারায় সঞ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক সংগ্রাম ও স্বাধীন বাঙালির আত্মোন্নয়নের নানা অনুষঙ্গে নবীন মাত্রা যোজনার চেষ্টায় ষাটের দশক থেকেই নিয়োজিত ছায়ানট। সেই সংগ্রামের যাত্রাপথের সঙ্গী রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির সার্ধশততম জন্মবর্ষে ১৬টি সম্মেলক রবীন্দ্রসঙ্গীতে ছায়ানটের শ্রদ্ধাঞ্জলি বাণী তব ধায়।
সূচি:
১. প্রথম যুগের উদয়দিগঙ্গনে
২ বাণী তব ধায়
৩. জয় তব বিচিত্র আনন্দ
৪. ফিরে চল্, ফিরে চল্
৫. আমি সব নিতে চাই
৬. মন মোর মেঘের সঙ্গী
৭. ঝর-ঝর-ঝর-ঝর
৮. আজি দখিন-দুয়ার খোলা
৯. এ কী আকুলতা ভুবনে
১০. বজ্রে তোমার বাজে বাঁশি
১১. ওদের বাঁধন যতই
১২. আপন হতে বাহির হয়ে
১৩. বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
১৪. অন্তর মম বিকশিত করো
১৫. কান্নাহাসির-দোল-দোলানো
১৬. ওই মহামানব আসে
সঙ্গীতায়োজন: দূর্বাদল চট্টোপাধ্যায়
সর্বশেষ প্রকাশনা
-
গীতবিতান: তথ্য ও ভাবসন্ধান
আরও পড়ুন...
আয়োজন সবগুলো..
১৪ আশ্বিন ১৪৩০
|
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই |
২১ আশ্বিন ১৪৩০
|
শরতের অনুষ্ঠান ১৪৩০ |