প্রকাশনা > পরিচিতি
মানুষের মধ্যে সুপ্ত রয়েছে অমিত সম্ভাবনা, মানুষের মধ্যেই রয়েছে স্বার্থ বলি দেবার ত্যাগী দৃষ্টান্ত। রয়েছে বিপদে-আপদে, সুখে-দুঃখে পরস্পর মিলবার মানবিক সংস্কৃতি; জীবনের অন্তর্লীন শুভচিন্তা থেকে উৎসারিত সংস্কৃতিবোধ। সংস্কৃতির এই যুক্ততার বোধ আমাদের মনে জাগ্রত করবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে বিরাজিত অন্তহীন অন্ধকার থেকে বেরিয়ে আসবার সাহস। ছায়ানটের সাংস্কৃতিক জাগরণ প্রয়াসে যুক্ত হয়েছে সাহিত্য-সংস্কৃতির একটি ত্রৈমাসিক পত্রিকা। এই পত্রিকা ধারণ করছে সকলের ভাবনা উদ্বুদ্ধ করা বাংলাদেশের বর্তমান সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতার চেহারা। আপন সংস্কৃতির শক্তি উপলব্ধি এবং নিজেদের ঐতিহ্যের অভিজ্ঞান মেনে বিশ্বের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে মিলবার চেষ্টাতেও যা নিত্যউৎসুক। ছায়ানটের সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক বাংলাদেশের হৃদয় হতে, প্রথম সংখ্যার প্রকাশ এবং যাত্রা শুরু ফাল্গুন ১৪১৪, ফেব্রুয়ারি ২০০৮। ছায়ানটের অন্যান্য প্রকাশনা – ছায়ানট সংস্কৃতি-ভবনে গৃহপ্রবেশ অনুষ্ঠানে প্রকাশিত প্রবন্ধ সংকলন স্থির প্রত্যয়ে যাত্রা, নভেম্বর ২০০৬। ওয়াহিদুল হক স্মরণে প্রবন্ধ সংকলন জগতে আনন্দ যজ্ঞে ওয়াহিদুল হক, ফেব্রুয়ারি ২০০৭। সংস্কৃতি তথা সাহিত্য, সঙ্গীত, চিত্রশিল্প, মঞ্চনাটক, সংস্কৃতি আর রাজনীতির নিকট-অবস্থান পর্যালোচনা করে মুক্তির পথে আত্মানুসন্ধান মুক্ত করো হে বন্ধ, ফেব্রুয়ারি ২০০৮ (দ্বিতীয় সংস্করণ)। সঙ্গীতগুরু শৈলজারঞ্জন মজুমদারের রবীন্দ্রসঙ্গীত বিষয়ে পরিণত বয়সের ভাবনা রবীন্দ্রসঙ্গীত প্রসঙ্গ, শৈলজারঞ্জন মজুমদার, ফেব্রুয়ারি ২০০৮ (দ্বিতীয় সংস্করণ)। শিশুশিক্ষা ভাবনা নিয়ে উদ্গম, ডিসেম্বর ২০০৪। শিক্ষাগুরু স্মরণে উদ্গম, মার্চ ২০০৭। শিশুদের সৃজনশীল রচনা নিয়ে উদ্গম, ফেব্রুয়ারি ২০০৯।