নালন্দা

হালনাগাদ: ৭ মাঘ ১৪৩০/ ২১ জানুয়ারি ২০২৪

নালন্দা : ছায়ানটের সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষার বিদ্যালয়

শিশুদের সামূহিক বিকাশকেন্দ্র নালন্দা, লক্ষ্য-শিশুর গ্রহণ ও ধারণক্ষমতা বৃদ্ধি এবং তার পরিণতিতে শিশুচিত্তে উদ্ভাবন-মনস্কতা ও বিচার-বোধ উস্কে দেওয়া। সমস্তই সম্ভব যদি শিশুকে আগ্রহী করে তোলা যায়। শিশুর আগ্রহ ছোটে আনন্দের দিকে। নালন্দার অতিক্রান্ত-শৈশব সকল দায়িত্বপ্রাপ্ত মানুষ নিজেরা আনন্দের খনি, শিশুদের অনুক্ষণ আনন্দের উৎস ও সঙ্গী। ২০০৩ সালে তিনটি শ্রেণি নিয়ে যাত্রা শুরু হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর একটি করে শ্রেণি বাড়িয়ে প্রাক-প্রাথমিকের তিনটি শ্রেণি – অঙ্কুর, কিশলয়, মঞ্জরীসহ বর্তমানে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলিত শিক্ষা পদ্ধতি থেকে প্রতিষ্ঠিত, আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিগুলির ভালো দিকগুলো পর্যালোচনা করে তা বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধ দিয়ে জারিত করে পাঠক্রম ও শিক্ষা পদ্ধতি নির্ধারণ করার চেষ্টা হয়েছে নালন্দায়। প্রতিদিনের অভিজ্ঞতার আলোকে প্রতিনিয়ত এই পদ্ধতি ও পাঠক্রমের প্রয়োজনীয় পরিবর্তন ও উন্নয়ন সাধন করা হচ্ছে।