সব একসাথে

“নিবিড় শিক্ষণ” কার্যক্রমে ভর্তি

প্রকাশকাল: ১২ আশ্বিন ১৪৩১/ ২৭ সেপ্টেম্বর ২০২৪ / হালনাগাদ: ২৩ আশ্বিন ১৪৩১/ ০৮ অক্টোবর ২০২৪

সুশিক্ষকের একান্ত পরিচর্যায় সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম "নিবিড় শিক্ষণ"-এর রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকসঙ্গীত ও ভরতনাট্যম্‌ বিষয়ের আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে আগামী ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার থেকে।

শিক্ষার্থীদের গানের ভাবার্থবোধ থেকে শুরু করে গায়ন-শৈলী নিয়ে কাজ করবেন নজরুলসঙ্গীতে খায়রুল আনাম শাকিল, রবীন্দ্রসঙ্গীতে লাইসা আহমদ লিসা ও লোকসঙ্গীতে চন্দনা মজুমদারআর ভরতনাট্যম্ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেবেন বেলায়েত হোসেন খানশিক্ষার্থী নির্বাচনও করবেন তাঁরা।

১ বছর মেয়াদী এই কার্যক্রমের ক্লাস সপ্তাহে ১ দিন, ১ ঘণ্টা করে নির্বাচনী কণ্ঠ ও নৃত্যকলার পরীক্ষায় অংশ নিতে পারবেন ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী অগ্রসরজন এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের পাঠ সম্পন্ন করা শিক্ষার্থীরা।

আবেদন সংক্রান্ত তথ্য:

  • ২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার থেকে
    ছায়ানট সংস্কৃতি-ভবনে আবেদনপত্র পাওয়া যাবে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত [বুধবারজাতীয় ছুটির দিন ছাড়া]
  • আবেদনপত্রের মূ্ল্য ৳ ৫০০ (পাঁচশ টাকা)
  • প্রাথমিক যোগ্যতা: ৩০ জুন ২০২ তারিখের মধ্যে ন্যূনতম বয়স ১৮ বছর, সুগায়ক এবং পোশাক-আশাক ও আচার-আচরণে বাঙালির স্বাভাবিক শালীনতাসম্পন্ন মানুষ
  • গানের আবেদনকারীকে তাঁর নির্বাচিত পাঠগ্রহণের বিষয়ের উপর ছায়ানট নির্ধারিত ধরণভিত্তিক অন্তত ২৫টি জানা গানের তালিকা জমা দিতে হবে
  • ভরতনাট্যম্ বিষয়ে আবেদনকারীর ৮৪ (চুরাশি) টি আডাউজ, জয়েন আডাউজ ও তিরমানম, আলারিপু, যতিস্বরম এবং আংশিক অভিনয় জানা থাকতে হবে
  • আবেদনপত্র সংগ্রহের সময় নির্বাচনী পরীক্ষার তারিখ জানানো হবে

 

আরও তথ্য:

  • নির্বাচিত হলে ভর্তি হতে কার্যক্রমের জন্য নির্ধারিত ৭,৬০০ (সাত হাজার ছয়শ টাকা) নির্দিষ্ট ব্যাংকে এককালীন পরিশোধযোগ্য
  • নির্ধারিত পোশাকে প্রকাশ্যভাবে পরিচয়পত্র ধারণ করে ছায়ানট সংস্কৃতি-ভবনে প্রবেশ ও অবস্থান করতে হবে
  • ক্লাসে যাওয়ার আগে অভ্যর্থনাকেন্দ্রের বার কোড রিডারে পরিচয়পত্র স্ক্যান করিয়ে দিনের হাজিরা নিশ্চিত করতে হবে

 

গান:

  • নজরুলসঙ্গীত-এর ক্লাস প্রতি শনিবার সকাল ১১টা থেকে ১২টা;
    আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে অন্তত ২টি করে কাব্যগীতি, রাগাশ্রয়ী, ভক্তিরসের গান ও গজলসহ ২৫টি জানা গানের তালিকা জমা দিতে হবে
  • রবীন্দ্রসঙ্গীত-এর ক্লাস প্রতি রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে;
    আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে অন্তত ২টি করে ভক্তিরস, রাগাশ্রয়ী, লোকসুর ও নাটকের গান/ গীতিনাট্য/ নৃত্যনাট্যসহ ২৫টি জানা গানের তালিকা জমা দিতে হবে
  • লোকসঙ্গীত-এর ক্লাস প্রতি শনিবার সকাল ১১টা থেকে ১২টা;
    আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে অন্তত ২টি করে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মরমী/ বিচ্ছেদী গানসহ ২৫টি জানা গানের তালিকা জমা দিতে হবে
  • বছরে নির্ধারিত শিক্ষকের সঞ্চালনায় অন্তত ২৫টি ক্লাস এবং দেশগানসহ অন্যগানের আরও ৫-৭টি ক্লাস
  • শিক্ষার্থীদের পোশাক ছেলেদের সুতির পাঞ্জাবি ও পাজামা বা প্যাণ্ট এবং মেয়েদের সুতির শাড়ি ও হাতাওয়ালা ব্লাউস। পোশাকের রং নির্বাচন ও ছাঁটে বাঙালি রুচি ও সাদামাঠা মননের প্রতিফলন থাকা বাঞ্ছণীয়। শীতকালে সবাই চাদর বা সোয়েটার ব্যবহার করতে পারবে

    নৃত্যকলা:

     
  • ভরতনাট্যম্-এর ক্লাস প্রতি রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা
  • আবেদনকারীর ৮৪ (চুরাশি) টি আডাউজ, জয়েন আডাউজ ও তিরমানম, আলারিপু, যতিস্বরম এবং আংশিক অভিনয় জানা থাকতে হবে
  • বছরে নির্ধারিত শিক্ষকের সঞ্চালনায় অন্তত ৩০টি ক্লাস
  • শিক্ষার্থীদের পোশাক ছেলেদের প্যান্ট বা পায়জামা ও সাদা পাঞ্জাবি এবং মেয়েদের হাফ-শাড়ি (শিক্ষকের নির্দেশনা অনুযায়ী)। শীতকালে সবাই চাদর বা সোয়েটার ব্যবহার করতে পারবে