সব একসাথে

সঙ্গীত-পরিচয় ২৩শ আবর্তনে ভর্তি

প্রকাশকাল: ৩ চৈত্র ১৪৩১/ ১৭ মার্চ ২০২৫ / হালনাগাদ: ১১ বৈশাখ ১৪৩২/ ২৪ এপ্রিল ২০২৫

ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের এক বছর মেয়াদী সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম সঙ্গীত-পরিচয় ত্রয়োবিংশ আবর্তনে ভর্তির আবেদনপত্র দেওয়া হচ্ছে
 
আবেদনপত্র বিতরণ শুরু: ৩ ফাল্গুন ১৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার থেকে

আবেদনপত্রের মূল্য: ৳ ৫০০.০০ (পাঁচ শত টাকা)

আবেদনপত্র পাওয়া যাচ্ছে:
ক) অনলাইনে, ছায়ানটের ওয়েবসাইটে
অনলাইন আবেদনপত্র সংগ্রহের লিংক: https://csms.chhayanaut.org
খ) ছায়ানট সংস্কৃতি-ভবনে
ঠিকানা: বাড়ি ৭২, সড়ক ১৫এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৯
সময়: বুধবার ও জাতীয় ছুটির দিন ছাড়া-
রমজান মাসে সকাল ১০টা থেকে বিকাল ৩টা
নিয়মিত সময়ে বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা

আবেদনকারীর বয়স: ন্যূনতম ৭ বছর (৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে), কোনো ঊর্ধ্বসীমা নেই
 
বিশেষ লক্ষণীয়:
* আবেদনপত্র সীমিত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে, নির্দিষ্ট শেষ দিন নেই। যেকোনো দিন ফুরিয়ে যেতে পারে
* আবেদনপত্রে উল্লেখিত নির্ধারিত দিন-ক্ষণে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের সময় ২টি পাসপোর্ট আকারের রঙিন ছবি এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম-নিবন্ধন সনদ এবং অপ্রাপ্তবয়স্কদের আবেদনকারীর ক্ষেত্রে অন্তত একজন অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (ফটোকপি) অবশ্যই জমা দিতে হবে
* ভর্তির জন্য বিবেচিত আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-নিবন্ধন সম্পন্ন করতে হবে
 
কার্যক্রম পরিচিতি:
* এক বছর মেয়াদী প্রাথমিক সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম
* ক্লাসের দিন: প্রতি রবিবার বিকেল ৫:৩০ থেকে ৬:৫০
* বয়সভেদে তিনটি পৃথক দলে শিক্ষণ
* পাঠের বিষয়: লোকসঙ্গীত, নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, দেশের গান, তিন কবির গান ও সরগম; ছোটদের জন্য ছড়া গান
* সঙ্গীতবিদ্যায়তনের নির্ধারিত নিয়মে শিক্ষণ শেষে পাঠগ্রহণের স্বীকৃতিপত্র
* ভর্তির জন্য পরিশোধযোগ্য অর্থ: এককালীন ৳ ৭,০৫০.০০ (সাত হাজার পঞ্চাশ টাকা)
* কার্যক্রম শুরু: বৈশাখ ১৪৩২