ফণ্ট ডাউনলোড

নীড় বিজ্ঞপ্তি

বার্ষিক পরীক্ষার ফল-১৪২৬

প্রকাশকাল: ৯ জ্যৈষ্ঠ ১৪২৭

বিঃদ্রঃ মোবাইল থেকে পুরো বিজ্ঞপ্তি স্পষ্টভাবে দেখার জন্য
মোবাইল আড়াআড়ি (অনুভূমিক - Horizontal) করে দেখতে হবে

 

[সকল হালনাগাদ তথ্যের জন্য ছায়ানটের ওয়েবসাইট ও ফেইসবুক গ্রুপে নিয়মিত চোখ রাখুন]

 

কোভিড-১৯ সংক্রমণের কারণে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করতে না পারায় এবারে বিশেষ বিবেচনায় নিচের তালিকভুক্ত শ্রেণিসমূহের বার্ষিক পরীক্ষার ফল তৈরি হয়েছে। অনেক পরীক্ষার্থীর পরীক্ষা অসমাপ্ত থাকায় মান নির্ধারণ সম্ভব হয়নি, তাই আপাতত কারও নম্বর দেওয়া সম্ভব হচ্ছে না। ১৪২৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হলে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে মূল্যায়নপত্র প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম-বিভাগভিত্তিক পুনর্ভর্তির জন্য করণীয় এবং যেসব কার্যক্রম-শ্রেণির ফল প্রকাশ স্থগিত আছে তার ব্যাখ্যা নিচে।

 

ফল দেখতে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করুন:

১. নৃত্য-সূচনা

২. সঙ্গীত-সূচনা (শিশু)

৩. সঙ্গীত-সূচনা (বড়)

৪. সঙ্গীত-প্রবেশ

৫. শুদ্ধসঙ্গীত

 

পুনর্ভর্তির জন্য করণীয়:
 

১. নৃত্য-সূচনা

২. সঙ্গীত-সূচনা (শিশু)

৩. সঙ্গীত-সূচনা (বড়)

৪. সঙ্গীত-প্রবেশ

৫. শুদ্ধসঙ্গীত

৬. নৃত্য-প্রবেশ

 

কার্যক্রম অনুযায়ী ক্লাস শুরুর তারিখ পরে ছায়ানট ওয়েবসাইট ও ফেইসবুক গ্রুপে জানানো হবে

 

যেসব কার্যক্রম-শ্রেণির ফল প্রকাশ স্থগিত:

 

১. সঙ্গীত-সূচনা, শিশু ও বড় কার্যক্রমের প্রান্তিক বর্ষসমূহের শিক্ষার্থীরা মেধাতালিকা অনুযায়ী সঙ্গীত-প্রবেশ কার্যক্রমে ভর্তি হওয়ার সুযোগ পায়। সকল পরীক্ষা শেষ না হলে সম্মিলিত মেধাতালিকা তৈরি করা সম্ভব নয়। তাই প্রান্তিক বর্ষসমূহের সকল শিক্ষার্থীর সব পরীক্ষা শেষে ফলাফল এবং সঙ্গীত-প্রবেশ কার্যক্রমের জন্য নির্বাচিতদের তালিকা দেওয়া হবে।

 

প্রান্তিক বর্ষসমূহ:

কার্যক্রম বিভাগ দল শ্রেণি
সঙ্গীত-সূচনা (শিশু)
শিশু (কণ্ঠসঙ্গীত)
বৃহস্পতি
শিশু ২য় বর্ষ
শুক্র
শিশু ২য় বর্ষ
মানোন্নয়ন
শিশু ২য় বর্ষ
সঙ্গীত-সূচনা (বড়)
রবীন্দ্রসঙ্গীত
শুক্র
৩য় বর্ষ
শনি
৩য় বর্ষ
নজরুলসঙ্গীত
শুক্র
৩য় বর্ষ
শনি
৩য় বর্ষ
লোকসঙ্গীত
শুক্র
৩য় বর্ষ

 

২. সঙ্গীত-সূচনা, নজরুলসঙ্গীত, ২য় বর্ষ, শুক্রবারের কোনো বিষয়ের পরীক্ষাই হয়নি, তাই বিশেষ ব্যবস্থায় ফল প্রকাশ করা যাচ্ছে না। একইভাবে সঙ্গীত-সূচনা, নজরুলসঙ্গীত, ২য় বর্ষ, শনিবারের কিছু শিক্ষার্থীর মূল বিষয়ের পরীক্ষা অসমাপ্ত আছে বলে ফল প্রকাশ করা যাচ্ছে না। অনুকূল পরিস্থিতিতে এই দুই শ্রেণির অসমাপ্ত পরীক্ষা নেওয়া হবে

 

৩. সঙ্গীত-প্রবেশ কার্যক্রমের প্রতি শ্রেণির অর্জিত নম্বরের নির্দিষ্ট অংশ সমাপনী পরীক্ষার ফলের সঙ্গে যুক্ত হয়। তাই উপরের শ্রেণিতে উত্তীর্ণ হলেও অসমাপ্ত পরীক্ষাসমূহ ক্লাস শুরু হলে পর্যায়ক্রমে নেওয়া হবে

 

৪. সঙ্গীত-প্রবেশ, ৪র্থ বর্ষের অসমাপ্ত সকল পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হবে

 

৫. শুদ্ধসঙ্গীত ও নৃত্য-প্রবেশের যে সকল শিক্ষার্থী উপস্থিতির বিচারে ১৪২৬ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কিন্তু কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে সঙ্গীতবিদ্যায়তনের সকল কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় পরীক্ষা দিতে পারেননি, তাঁদের সকলের নিবন্ধন প্রাথমিকভাবে বিশেষ বিবেচনায় পরের শ্রেণিতে করা হবে

 

৬. সঙ্গীতবিদ্যায়তনের কার্যক্রম শুরু হলে অসমাপ্ত পরীক্ষাসমূহের আয়োজন করা হবে এবং কেউ অকৃতকার্য হলে তাঁর নিবন্ধন পূর্বেরশ্রেণিতে স্থানান্তর করা হবে; কোনো শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশ না নিলে তাঁর নিবন্ধনও পূর্বের শ্রেণিতে স্থানান্তর করা হবে

 

ফল সংক্রান্ত বা অন্য যে কোনো বিষয়ে জিজ্ঞাসার জন্য ই-মেইল করুন sb.chhayanaut@gmail.com ঠিকানায়
ই-মেইলে শিক্ষার্থীর নাম ও ভর্তি পরীক্ষার আবেদনপত্র নম্বরের উল্লেখ থাকা জরুরি

 

 

বিজ্ঞপ্তি সবগুলো..

আয়োজন সবগুলো..

১ পৌষ ১৪৩০
বিজয় দিবস ২০২৩