ভাষা-সংস্কৃতির আলাপ: দশম আবর্তনে ভর্তি |
প্রকাশকাল: ২৪ বৈশাখ ১৪৩০ |
ছায়ানটে ‘ভাষা-সংস্কৃতির আলাপ’
বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানট পরিচালিত কার্যক্রম ‘ভাষা-সংস্কৃতির আলাপ’। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার জন্য এই কার্যক্রম সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচি। একবছর মেয়াদী কার্যক্রমের দশম আবর্তন শুরু হচ্ছে আষাঢ় ১৪৩০ থেকে। আলাপের বিভিন্ন দিনের সূত্রধর হিসেবে থাকবেন মুস্তাফা মনোয়ার, বেগম আকতার কামাল, ভীষ্মদেব চৌধুরী, ফকরুল আলম, তানভীর মোকাম্মেল, ম. হামিদ, মোহাম্মদ আজম, ড. ফওজিয়া মান্নান, মৃত্তিকা সহিতা, ড. সৈয়দ নিজার, জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়ন্ত রায়, অভী চৌধুরী, লায়েকা বশীর প্রমুখ গুণীজন। বৈঠক বসবে ১৪ দিন অন্তর শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে।
আবেদনপত্র বিতরণ: ২৫ বৈশাখ ১৪৩০ (৮ মে ২০২৩) থেকে
(বুধবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা)
স্থান: ছায়ানট সংস্কৃতি-ভবন, বাড়ি-৭২, সড়ক-১৫এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা
মুঠোফোন: ০১৭৩০৪৮২৪৬২
আবেদনপত্রের মূল্য: ৳ ৫০০.০০ (পাঁচশত টাকা)
একবছরের জন্য এককালীন ভর্তি বাবদ প্রদেয় ৳১৫০০.০০ (এক হাজার পাঁচশত টাকা মাত্র)
বৈঠক শুরু: আষাঢ় ১৪৩০ (জুন ২০২৩) থেকে