বসন্তের অনুষ্ঠান ১৪৩০
হালনাগাদ: ১ চৈত্র ১৪৩১/ ১৫ মার্চ ২০২৫
আরম্ভের সময় | ৩ ফাল্গুন ১৪৩০/ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৩০ ঘটিকা |
সমাপ্তির সময় | ৩ ফাল্গুন ১৪৩০/ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:০০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |

৩ ফাল্গুন ১৪৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার ছায়ানট মিলনায়তনে আয়োজিত হলো ছায়ানটের বসন্তের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলক নৃত্যগীত “ওরে গৃহবাসী, খোল দ্বার খোল” দিয়ে শুরু হয় আয়োজন। একক ও সম্মেলক গান ও নৃত্য ছাড়াও ছিল আবৃত্তি।
অনুষ্ঠানটি ছায়ানটের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়েছে। অনুষ্ঠানের লিংক: https://fb.watch/qf3_6j-V2a/