রবীন্দ্র-উৎসব ১৪৩১
হালনাগাদ: ২৪ আশ্বিন ১৪৩১/ ০৯ অক্টোবর ২০২৪
আরম্ভের সময় | ২৫ বৈশাখ ১৪৩১/ ০৮ মে ২০২৪ | ১৯:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ২৬ বৈশাখ ১৪৩১/ ০৯ মে ২০২৪ | ২১:১০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ২৫-২৬ বৈশাখ ১৪৩১, ৮-৯ মে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ছায়ানটের দুইদিনব্যাপী রবীন্দ্র উৎসব। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় বুধবার অনুষ্ঠানের সূচনা হয় “প্রথম যুগের উদয়দিগঙ্গনে” সম্মেলক নৃত্যগীত দিয়ে। দ্বিতীয় দিনের আয়োজন শেষ হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। দুই দিনের উৎসবে ছায়ানট ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল একক ও সম্মেলক গান এবং আবৃত্তি পরিবেশন করেছেন। প্রথম দিনের আয়োজনে ছায়ানটে বিশেষ পরিবেশনা ছিল রবীন্দ্রনাথের বাউল উপপর্যায়ের গান নিয়ে গীতিআলেখ্য ‘‘তাঁরেই খুঁজে বেড়াই’’।
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজে।
প্রথম দিনের সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক।
দ্বিতীয় দিনের সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক।
প্রথম দিনের অনুষ্ঠানসূচি
ক্রম | বিষয় | শিল্পী/বক্তা | শিরোনাম/সূত্র |
১ | সম্মেলক নৃত্যগীত | ছায়ানট (বড়দের দল) | প্রথম যুগের উদয়দিগঙ্গনে |
২ | নেপথ্য থেকে ঘোষণা | ||
৩ | একক গান | ইফফাত বিনতে নাজির | তুমি একলা ঘরে ব'সে ব'সে |
৪ | একক গান | এ টি এম জাহাঙ্গীর | চক্ষে আমার তৃষ্ণা্ ওগো |
৫ | একক গান | নুসরাত জাহান রুনা | প্রতিদিন আমি, হে জীবনস্বামী |
৬ | একক গান | ফারহিন খান জয়িতা | তুমি তো সেই যাবেই চ’লে |
৭ | একক গান | অনিরুদ্ধ সেনগুপ্ত | যে ছিল আমার স্বপনচারিণী |
৮ | রবীন্দ্রনাথের বাউল উপপর্যায়ের গান নিয়ে গীতিআলেখ্য: ‘‘তাঁরেই খুঁজে বেড়াই’’ | ||
(ক) | সম্মেলক গান | কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে | |
(খ) | একক গান | সেমন্তী মঞ্জরী | আমি যখন ছিলেম অন্ধ |
(গ) | একক গান | অভয়া দত্ত | তোমার খোলা হাওয়া |
(ঘ) | একক গান | মোস্তাফিজুর রহমান তূর্য | আমি কান পেতে রই |
(ঙ) | একক গান | চঞ্চল বড়াল | আমি তারেই জানি তারেই জানি |
(চ) | একক গান | দীপ্র নিশান্ত | মন রে ওরে মন |
(ছ) | একক গান | সেঁজুতি বড়ুয়া | তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া |
(জ) | সম্মেলক গান | আমার প্রাণের মানুষ আছে প্রাণে | |
৯ | একক গান | সাজেদ আকবর | আমার মিলন লাগি তুমি |
১০ | একক গান | স্বাতী বিশ্বাস | সখা, মোদের বেঁধে রাখো |
১১ | একক গান | লিলি ইসলাম | না চাহিলে যারে পাওয়া যায় |
১২ | সম্মেলক গান | ছায়ানট (ছোটদের দল) | শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান |
১৩ | একক গান | আব্দুল ওয়াদুদ | গগনে গগনে আপনার মনে |
১৪ | একক গান | সালমা আকবর | তোমার কথা হেথা কেহ তো বলে না |
১৫ | সম্মেলক গান | প্রতীতি | (ক)অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে |
(খ) সফল করো হে প্রভু আজি সভা | |||
১৬ | একক আবৃত্তি | জহিরুল হক খান | রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ আরোগ্য থেকে ‘ওরা কাজ করে’ |
১৭ | একক গান | অসীম দত্ত | আজি ঝড়ের রাতে তোমার অভিসার |
১৯ | সম্মেলক নৃত্যগীত | ছায়ানট (বড়দের দল) | (ক)ভুবনজোড়া আসনখানি( নৃত্যগীত) |
(খ) অরূপ তোমার বাণী (গান) |
দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচি
ক্রম | বিষয় | শিল্পী | শিরোনাম |
১ | সম্মেলক নৃত্যগীত | ছায়ানট (ছোটদের দল) | ওই বুঝি কালবৈশাখী |
২ | একক গান | ফাহিম হোসেন চৌধুরী | আমার ভাঙা পথের রাঙা ধুলায় |
৩ | একক গান | মহাশ্বেতা চৌধুরী | স্বপ্নে আমার মনে হল |
৪ | একক গান | অভিজিৎ দাস | চরণধ্বনি শুনি তব, নাথ |
৫ | একক গান | অমেয়া প্রতীতি | তুমি কোন্ ভাঙনের পথে এলে |
৬ | একক গান | আইরিন পারভীন অন্না | তোমারে জানি নে হে |
৭ | একক আবৃত্তি | জয়ন্ত রায় | শেষের কবিতা থেকে “কালের যাত্রার ধ্বনি” |
৮ | একক গান | মাকছুরা আখতার অন্তরা | দীপ নিবে গেছে মম নিশীথসমীরে |
৯ | একক গান | পার্থ তানভীর নভেদ্ | কেন যে মন ভোলে আমার |
১০ | একক গান | ইফ্ফাত আরা দেওয়ান | আজি বিজন ঘরে নিশীথরাতে |
১১ | সম্মেলক গান | সুরতীর্থ | (ক) মধ্যদিনের বিজন বাতায়নে |
(খ) এসো শ্যামলসুন্দর | |||
১২ | একক গান | আজিজুর রহমান তুহিন | খেলাঘর বাঁধতে লেগেছি |
১৩ | একক গান | সংযুক্তা দাস | গানে গানে তব বন্ধন যাক টুটে |
১৪ | একক গান | সত্যম্ কুমার দেবনাথ | ভুবন হইতে ভুবনবাসী |
১৫ | একক আবৃত্তি | পলি পারভীন | চিত্রা থেকে “সাধনা” |
১৬ | একক গান | তাহমিদ ওয়াসীফ ঋভু | হে মোর দেবতা |
১৭ | একক গান | কাঞ্চন মোস্তফা | আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে |
১৮ | একক গান | মামুন জাহিদ | আহা তোমার সঙ্গে প্রাণের খেলা |
১৯ | একক গান | সুতপা সাহা | কোলাহল তো বারণ হল |
২০ | একক গান | বুলবুল ইসলাম | ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু |
২১ | একক গান | তানিয়া মান্নান | এখনো তারে চোখে দেখি নি |
২২ | একক আবৃত্তি | মাহফুজ রিজভী | লিপিকা থেকে ‘‘সন্ধ্যা ও প্রভাত” |
২৩ | একক গান | মানসী সাধু | রাত্রি এসে যেথায় মেশে |
২৪ | সম্মেলক গান | ছায়ানট (বড়দের দল) | আজ সবার রঙে রঙ মিশাতে হবে |
২৫ | জাতীয় সঙ্গীত |
যন্ত্রাণুষঙ্গ:
তবলা: | গৌতম সরকার, মৃত্যুঞ্জয় মজুমদার (প্রথম দিন) |
সুবীর ঘোষ, ইফ্তেখার আলম ডলার (দ্বিতীয় দিন) | |
সেতার: | ফিরোজ খান |
বাঁশি- | মামুনুর রশীদ |
কিবোর্ড: | জুয়েল আল্-দ্বীন (প্রথম দিন) |
মো: নূর- এ- আলম সজীব (দ্বিতীয় দিন) | |
মন্দিরা: | প্রদীপ কুমার রায় |