নজরুল উৎসব ১৪৩১

হালনাগাদ: ২৯ পৌষ ১৪৩১/ ১৩ জানুয়ারি ২০২৫

আরম্ভের সময় ১০ জ্যৈষ্ঠ ১৪৩১/ ২৪ মে ২০২৪ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ১২ জ্যৈষ্ঠ ১৪৩১/ ২৬ মে ২০২৪ ২১:৩০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

নজরুল উৎসব ১৪৩১

কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী নজরুল উৎসব ১৪৩১। ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানটের এই আয়োজনের সূচনা হয় “অঞ্জলি লহ মোর সঙ্গীতে” সম্মেলক নৃত্যগীত দিয়ে। উৎসবের স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। উৎসব নিয়ে কথা বলেন সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল। বিশেষ বক্তৃতা দেন অধ্যাপক বেগম আকতার কামাল। প্রথমদিনের আয়োজনে ছায়ানট পরিবেশন করে নজরুলসৃষ্ট রাগের উপরে গীতিনৃত্যালেখ্য। সম্মেলক গান পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ। একক গান, নৃত্য ও আবৃক্তি পরিবেশন করেন আমন্ত্রিত এবং ছায়ানটের শিল্পীরা।

উৎসবের দ্বিতীয় দিনের সূচনা হয় ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ মে ২০২৪, শনিবার সন্ধ্যা ৭টায়। একক, সম্মেলক গান, পাঠ-আবৃত্তি, নৃত্য ছাড়াও ছায়ানট পরিবেশন করে গীতিনৃত্যালেখ্য “সজল শ্যাম ঘন দেয়া”। ছায়ানট ছাড়াও সম্মেলক গান পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ।

১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ মে ২০২৪, রবিবার উৎসবের তৃতীয় অধিবেশনে ৫০টি নজরুলসঙ্গীতের ভাব, সুর ও তথ্য নিয়ে ছায়ানট প্রকাশিত “নজরুলসঙ্গীত: তথ্য, ভাব ও সুরসন্ধান” বইটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থের মোড়ক উন্মোচন এবং এর উপরে আলোচনা করেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। বক্তব্য রাখেন গ্রন্থটির সম্পাদক মফিদুল হক, সুরসন্ধান নিয়ে বলে সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, স্বাগত কথনে ছিলেন সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, অনুভুতি ব্যক্ত করেন গ্রন্থটির সুরসন্ধানের দায়িত্ব পালন করা ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের শিক্ষক আলী এফ এম রেজোয়ান এবং ভাবসন্ধানের দায়িত্ব পালন করা ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের শিক্ষক লায়েকা বশীর। যুগ্ম-সম্পাদক জয়ন্ত রায়ের সঞ্চালনায় গ্রন্থটি নির্বাচিত ৮টি গানের ভাবসন্ধান পাঠ, সুরসন্ধান বিশ্লেষণ এবং গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় একক ও সম্মেলক গান, পাঠ-আবৃত্তি ও নৃত্য। সম্মেলক গান পরিবেশন করে নজরুল ইন্সটিটিউট ও ছায়ানট।

তিন দিনের উৎসব সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজে

প্রথম দিনের সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক।

দ্বিতীয় দিনের সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক।

তৃতীয় দিনের সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক (আংশিক)।