বর্ষার অনুষ্ঠান ১৪৩১

হালনাগাদ: ২৪ আশ্বিন ১৪৩১/ ০৯ অক্টোবর ২০২৪

আরম্ভের সময় ১৪ আষাঢ় ১৪৩১/ ২৮ জুন ২০২৪ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ১৪ আষাঢ় ১৪৩১/ ২৮ জুন ২০২৪ ২০:০০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

বর্ষার অনুষ্ঠান ১৪৩১

১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, শুক্রবার ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি বেগম সুফিয়া কামালকে উৎসর্গীকৃত ছায়ানটের বর্ষার অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কিছু বর্ষার গান এবং এইসব গানে তাঁরা যেসব রাগের প্রয়োগ করেছেন, সেইসব রাগের শাস্ত্রীয় পরিবেশনা উপস্থাপন করা হয়েছে এই আয়োজনে। শুৃরুতে ২টি সম্মেলক গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে মাহিয়ান কবীর জোয়ার্দার, লায়েকা বশীর, স্বপ্না সাহা, কানিজ হুসনা আহম্মাদী সিম্পী, সমুদ্র শুভম, সুস্মিতা দেবনাথ শুচি, প্রতীক রোজারিও, প্রিয়ন্তু দেব, মিনহাজুল হাসান ইমন ও আফরোজা রুপা। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান তূর্য, লাইসা আহমদ লিসা, সুতপা সাহা, সেমন্তী মঞ্জরী ও দীপ্র নিশান্ত। নজরুলসঙ্গীত শোনান নাহিয়ান দুরদানা শুচি, বিজন চন্দ্র মিস্ত্রী, মাকসুদুর রহমান মোহিত খান, সুমন মজুমদার ও মিরাজুল জান্নাত সোনিয়া।

যন্ত্রাণুষঙ্গে ছিলেন তবলায় গৌতম সরকার ও ইফতেখার আলম ডলার, সেতারে ফিরোজ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরূী, বাঁশিতে মামুনুর রশীদ ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজে

সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক