শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের কথা ও গান
হালনাগাদ: ২৫ কার্তিক ১৪৩১/ ১০ নভেম্বর ২০২৪
আরম্ভের সময় | ২৮ আষাঢ় ১৪৩১/ ১২ জুলাই ২০২৪ | ১৮:৩০ ঘটিকা |
সমাপ্তির সময় | ২৮ আষাঢ় ১৪৩১/ ১২ জুলাই ২০২৪ | ২০:০০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
২৮ আষাঢ় ১৪৩১. ১২ জুলাই ২০২৪, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয় ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের প্রথম ব্যাচের শিক্ষার্থী, শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের কথা ও গান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়ানটের যুগ্ম-সম্পাদক জয়ন্ত রায়। অনুষ্ঠানে গান গাইবার পাশাপাশি ছায়ানট, ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন এবং নিজের শিল্পী-জীবনের নানা কথা বলেন ইফ্ফাত আরা দেওয়ান। রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করে নানা গীতিকবির মোট ১৫টি গান পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন তবলায় সুবীর ঘোষ, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশীদ, মন্দিরায় প্রদীপ কুমার রায়।
অনুষ্ঠানটি ছায়ানটের ফেইসবুক পেইজে ছায়ানটের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়েছে। সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক।