নজরুল-প্রয়াণবার্ষিকীর অনুষ্ঠান ১৪৩১
আরম্ভের সময় | ৫ আশ্বিন ১৪৩১/ ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ৫ আশ্বিন ১৪৩১/ ২০ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
কাজী নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, সন্ধ্যা ৭টায় ছিল ছায়ানটের আয়োজন। “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান” সম্মেলক গান দিয়ে ছায়ানট মিলনায়তনে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের স্বদেশ ও ভক্তিমূলক ৩টি সম্মেলক ও ১২টি একক গান এবং ২টি আবৃত্তি।
একক গান পরিবেশন করেন যথাক্রমে স্বর্ণা ণাগ, আফরোজা খান মিতা, প্রিয়ন্তী অধিকারী, অনামিকা সরকার সোমা, মাকসুদুর রহমান মোহিত খান, নাসিমা শাহীন ফ্যান্সী, গার্গী ঘোষ, কানিজ হুসনা আহ্ম্মাদী সিমপী, ঐশ্বর্য সমদ্দার, শ্রাবন্তী ধর, প্রিয়ন্ত দেব ও রেজাউল করিম। আবৃত্তি পরিবেশন করেন জহিরুল হক খান ও আঞ্জুমান আরা পর্না।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন তবলায় এনামুল হক ওমর ও গৌতম সরকার, সেতারে ফিরোজ খান, বাঁশিতে মামুনুর রশীদ, কিবোর্ডে রবিন্স চৌধুরী এবং মন্দিরায় প্রদীপ কুমার রায়।
ছায়ানটের ফেইসবুক পেইজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।