শ্রোতার আসর: ভাদ্র ১৪৩১
হালনাগাদ: ২৪ আশ্বিন ১৪৩১/ ০৯ অক্টোবর ২০২৪
আরম্ভের সময় | ২৯ ভাদ্র ১৪৩১/ ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৪৫ ঘটিকা |
সমাপ্তির সময় | ২৯ ভাদ্র ১৪৩১/ ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ২০:০০ ঘটিকা |
আয়োজন স্থান | রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন |
২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার ছায়ানট সংস্কৃতি-ভবনের , রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রো অনুষ্ঠিত হলো ছায়ানটের শ্রোতার আসর। সন্ধ্যার এ আসরে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন মহাশ্বেতা চৌধুরী, সত্যম্ দেবনাথ ও সেঁজুতি বড়ুয়া। শুরুতে ২টি গান গেয়ে শোনান নবীন শিল্পী মহাশ্বেতা চৌধুরী। এরপর সত্যম্ দেবনাথ ও সেঁজুতি বড়ুয়া ৭টি করে গান পরিবেশন করেন। উপস্থিত সকলে মিলে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন, তবলায় গৌতম সরকার, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশীদ, মন্দিরায় প্রদীপ কুমার রায়।
ছায়ানটের ফেইসবুক পেইজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।