শরতের অনুষ্ঠান ১৪৩১
হালনাগাদ: ২৪ আশ্বিন ১৪৩১/ ০৯ অক্টোবর ২০২৪
আরম্ভের সময় | ২০ আশ্বিন ১৪৩১/ ০৫ অক্টোবর ২০২৪ | ০৭:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ২০ আশ্বিন ১৪৩১/ ০৫ অক্টোবর ২০২৪ | ০৮:১৫ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
বৃষ্টিস্নাত সকালে “শরতের স্নিগ্ধতা মুছে দিক মলিনতা” আহ্বান জানিয়ে ২০ আশ্বিন ১৪৩১, ৫ অক্টোবর ২০২৪, শনিবার আয়োজিত হলো ছায়ানটের শরতের অনুষ্ঠান। সকাল ৭টা ৩৫-এ ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয় “ওগো শেফালিবনের মনের কামনা” সম্মেলক নৃত্যগীত দিয়ে। অনুষ্ঠানে ৫টি সম্মেলক গান (৪টি নৃত্যসহ), ১০টি একক গান এবং ২টি পাঠ-আবৃত্তি পরিবেশিত হয়।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন তবলায় এনামুল হক ওমর ও গৌতম সরকার, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশীদ এবং মন্দিরায় প্রদীপ কুমার রায়।
ছায়ানটের ফেইসবুক পেইজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।