নুরুন্নাহার আবেদীন স্মরণ
আরম্ভের সময় | ১৮ কার্তিক ১৪৩১/ ০৩ নভেম্বর ২০২৪ | ১৯:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ১৮ কার্তিক ১৪৩১/ ০৩ নভেম্বর ২০২৪ | ২০:৩০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
ছায়ানট ট্রাস্ট ও উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুন্নাহার আবেদীনকে গানে-কথায়-কবিতায় স্মরণ করা হলো ১৮ কার্তিক ১৪৩১, ৩ নভেম্বর ২০২৪, রবিবার, সন্ধ্যা ৭টায়, ছায়ানট মিলনায়তনে। ষাটের দশক থেকেই ছায়ানটের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। ১১ অগাস্ট ২০২৪ ছায়ানটের এই প্রবীণ সংগঠক মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে তাঁর সখা ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনের লেখা পাঠ করেন রুচিরা তাবাস্সুম নবেদ। কথনের মাধ্যমে স্মৃতিচারণ ও শ্রদ্ধানিবেদন করেন সারওয়ার আলী, মফিদুল হক ও ওসমান কায়সার চৌধুরী। নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ; আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়; একক গান পরিবেশন করেন প্রমীলা ভট্টাচার্য্য, মহিউজ্জামান চৌধুরী, ইফ্ফাত আরা দেওয়ান, খায়রুল আনাম শাকিল, পার্থ তানভীর নভেদ্, রোকাইয়া হাসিনা নীলি, বুলবুল ইসলাম, তানিয়া মান্নান, লাইসা আহমদ লিসা, অসীম দত্ত ও মহুয়া মঞ্জরী সুনন্দা। এছাড়া অনুষ্ঠানে দুটি সম্মেলক গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজে।
সম্প্রচারিত ভিডিওর লিংক।