শ্রোতার আসর: কার্তিক ১৪৩১, ২য়
হালনাগাদ: ২৬ অগ্রহায়ণ ১৪৩১/ ১১ ডিসেম্বর ২০২৪
আরম্ভের সময় | ৩০ কার্তিক ১৪৩১/ ১৫ নভেম্বর ২০২৪ | ১৮:৩০ ঘটিকা |
সমাপ্তির সময় | ৩০ কার্তিক ১৪৩১/ ১৫ নভেম্বর ২০২৪ | ২০:৩০ ঘটিকা |
আয়োজন স্থান | রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন |
৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হয় ছায়ানটের শ্রোতার আসর।
এই আসরে শুদ্ধসঙ্গীত পরিবেশন করেন সুদীপ্ত শেখর দে, পূজা ঘোষ, প্রিয়ন্তু দেব ও শৌণক দেবনাথ ঋক।
অনুষ্ঠানে তবলা সঙ্গত করেন বাদল চৌধুরী ও ইফতেখার আলম ডলার।
ছায়ানটের ফেইসবুক পেইজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।