শহিদ বুদ্ধিজীবী দিবসে ছায়ানটের নিবেদন
হালনাগাদ: ২৯ পৌষ ১৪৩১/ ১৩ জানুয়ারি ২০২৫
আরম্ভের সময় | ২৯ অগ্রহায়ণ ১৪৩১/ ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৮:৩০ ঘটিকা |
সমাপ্তির সময় | ২৯ অগ্রহায়ণ ১৪৩১/ ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৯:৩০ ঘটিকা |
আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
শহিদ বুদ্ধিজীবী দিবসে ছায়ানটের নিবেদন, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, সন্ধ্যা ৬:৩০ (বাংলাদেশ সময়), ছায়ানট মিলনায়তন।
“ও আমার দেশের মাটি” সম্মেলক গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কথনে ছিলেন ছায়ানটের উপদেষ্টামণ্ডলীর সদস্য মফিদুল হক। স্মৃতিচারণ করেন শহিদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর পুত্র শোভন হাযদার চৌধুরী। একক গান পরিবেশন করেন যথাক্রমে দীপ্র নিশান্ত, সুমন মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী, নাসিমা শাহীন ফ্যান্সী, মিরাজুল জান্নাত সোনিয়া ও আবুল কালাম আজাদ। “মৃত্যু নাই, নাই দুঃখৎ সম্মেলক গানের পর জাতীয়সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
সম্প্রাচরিত অনুষ্ঠানের লিংক: