বিজয় উৎসব ২০২৪

হালনাগাদ: ১৭ মাঘ ১৪৩১/ ৩১ জানুয়ারি ২০২৫

আরম্ভের সময় ১ পৌষ ১৪৩১/ ১৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ১ পৌষ ১৪৩১/ ১৬ ডিসেম্বর ২০২৪ ১৯:০০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট সংস্কৃতি-ভবন

বিজয় উৎসব ২০২৪

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ক্ষণে (বিকাল ৪টা ৩১) জাতীয়সঙ্গীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার ছায়ানটের বিজয় উৎসবের সূচনা হয়। ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে পতাকা উত্তোলন করেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী।

মিলনায়তনে মূল পর্বে উপস্থাপিত হয় যথাক্রমে --
-- ছায়ানটের পরিবেশনা গীতিনৃত্যালেখ্য "অপরাজেয় বাঙালি"
-- কণ্ঠশীলনের পরিবেশনা কবিতালেখ্য "আমাদের রক্ত মিছিল"
-- নালন্দার পরিবেশনা গীতরঙ্গ "স্বাধীনতার অভিযাত্রা"

অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে
সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক