শ্রোতার আসর: মাঘ ১৪৩১
হালনাগাদ: ১৭ মাঘ ১৪৩১/ ৩১ জানুয়ারি ২০২৫
আরম্ভের সময় | ৩ মাঘ ১৪৩১/ ১৭ জানুয়ারি ২০২৫ | ১৮:০০ ঘটিকা |
সমাপ্তির সময় | ৩ মাঘ ১৪৩১/ ১৭ জানুয়ারি ২০২৫ | ১৮:৩০ ঘটিকা |
আয়োজন স্থান | রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন |

৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ছায়ানটের শ্রোতার আসর। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে এবারের আসরের মূল শিল্পী ছিলেন ইমতিয়াজ আহমেদ। শুরুতে ২টি গান পরিবেশন করেন নবীন শিল্পী অমেয়া প্রতীতি। দুই শিল্পীই রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন। ইমহিয়াজ আহমেদ তাঁর পূর্ব-নির্ধারিত ১২টি গান ছাড়াও শ্রোতার অনুরোধে আরও গানের অংশবিশেষ গেয়ে শোনান।
আসরে যন্ত্রাণুষঙ্গে ছিলেন তবলায় স্বরূপ হোসেন, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশীদ ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।
অনুষ্ঠানটি ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
সম্প্রচারিত অনুষ্ঠানের লিংক:
ফেইসবুক পেইজ
ইউটিউব