দেশঘরের গান ১৪২৫
- ৪ চৈত্র ১৪২৫, ১৮ মার্চ ২০১৯ ০০:০০:০০ ঘটিকা
- ৪ চৈত্র ১৪২৫, ১৮ মার্চ ২০১৯ ০০:০০:০০ ঘটিকা
-
ছায়ানট মিলনায়তন
৪ চৈত্র ১৪২৫, ১৮ মার্চ ২০১৯, সোমবার। সন্ধ্যা ৬টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান। এ অনুষ্ঠানে স্বাগত কথন ও ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন ছায়ানটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মফিদুল হক। এবারের অনুষ্ঠান উদ্বোধনে ছিলেন লোকসঙ্গীত গবেষক শামসুজ্জামান খান।
অনুষ্ঠানে পঞ্চগড়, সুনামগঞ্জ ও কুষ্টিয়া জেলার শিল্পীগণের একক পরিবেশনা ছাড়াও নড়াইল জেলার হালুই গান ও নওগাঁ জেলার কিচ্ছাপালা পরিবেশিত হয়। সবশেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানসূচি:
স্বাগত কথন ও ধন্যবাদ জ্ঞাপন: মফিদুল হক, ছায়ানটের উপদেষ্টা মন্ডলীর সদস্য
উদ্বোধক: লোকসঙ্গীত গবেষক শামসুজ্জামান খান
পরিবেশন পর্ব
একক পরিবেশনা
১. সতীশ চন্দ্র পাল
অমরখানা, দেবীগঞ্জ, জেলা: পঞ্চগড়
২. মুকুলকান্তি দে
মণ্ডলীভোগ, ছাতক, জেলা: সুনামগঞ্জ
৩. ফকীর বলাই শাহ্
ছেঁউরিয়া, কুমারখালী, জেলা: কুষ্টিয়া
দলীয় পরিবেশনা
৪. হালুই গান
অরুন কুমার দাস ও তাঁর দল
বাহিরদাঙ্গা, জেলা: নড়াইল
৫. কিচ্ছাপালা
মো. সাইদুল ইসলাম ও তাঁর দল
রামরায়পুর, জেলা: নওগাঁ
৬. জাতীয় সঙ্গীত