স্বাধীনতা দিবসের অনুষ্ঠান
- ১২ চৈত্র ১৪২৫, ২৬ মার্চ ২০১৯ ১৮:৩০:০০ ঘটিকা
- ১২ চৈত্র ১৪২৫, ২৬ মার্চ ২০১৯ ১৯:৩০:০০ ঘটিকা
-
ছায়ানট মিলনায়তন
২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো ছায়ানটের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে একক ও সম্মেলক গান এবং পাঠ ও আবৃত্তি পরিবেশিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানসূচি:
ক্রম | বিষয় | শিল্পী | কথা | |
১ | সম্মেলক গান | ছোটদের দল | (ক) | লাখো লাখো শহীদের রক্ত মাখা |
(খ) | সংঘ শরণ তীর্থ যাত্রা | |||
২ | একক গান | সত্যম্ কুমার দেবনাথ | (ক) | আমরা মিলেছি আজ মায়ের ডাকে |
(খ) | সার্থক জনম আমার | |||
৩ | একক গান | মমি মঞ্জরী চৌধুরী | (ক) | যে তোমায় ছাড়ে ছাড়ুক___ |
(খ) | সোনা মাটির সোনার দেশে | |||
৪ | একক গান | নুসরাত জাহান রুনা | (ক) | আমার দেশের মাটির গন্ধে |
(খ) | ও আমার বাংলাদেশের মাটি | |||
৫ | একক পাঠ/ আবৃত্তি | জয়ন্ত রায় | ||
৬ | একক গান | নাহিয়ান দুরদানা শুচি | (ক) | নমঃ নমঃ নমো বাংলাদেশ মম |
(খ) | ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি | |||
৭ | একক গান | শুক্লা পাল সেতু | (ক) | এই বাংলার মাটিতে |
(খ) | সাঁঝের বেলায় পাখিরা | |||
৮ | একক গান | তানভীর আহমেদ | (ক) | স্বদেশ আমার জানিনা তোমার |
(খ) | সবুজ শোভার ঢেউ খেলে যায় | |||
৯ | একক গান | আফসানা রুনা | (ক) | একী অপরূপ রূপে মা তোমায় |
(খ) | এক নদী রক্ত পেরিয়ে | |||
১০ | একক পাঠ/ আবৃত্তি | সুমনা বিশ্বাস | ||
১১ | একক গান | ফারহানা আক্তার শ্যার্লি | (ক) | আকাশের এই লাল রঙ |
(খ) | গল্পের শেষ আছে | |||
১২ | সম্মেলক গান | বড়দের দল | (ক) | মুক্তির মন্দির সোপান তলে |
(খ) | আজি রক্ত নিশি ভোরে | |||
১৩ | জাতীয় সঙ্গীত | |||
যন্ত্রানুষঙ্গ: | ||||
তবলা: ক) বাদল চৌধুরী খ) গৌতম সরকার | ||||
এস্রাজ: একরাম হোসেন | ||||
কীবোর্ড: ইফ্তেখার হোসেন সোহেল | ||||
মন্দিরা: প্রদীপ কুমার রায় |